বাংলাদেশে মন্দির ভাংচুরের দৃশ্য দাবিতে মাজার ভাংচুরের পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি ‘Condition of Hindu temples in Bangladesh’ ক্যাপশনে বাংলাদেশের মন্দিরে হামলা করা হচ্ছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সে একাধিক ভারতীয় অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কোনো মন্দিরে ভাংচুরের ঘটনার নয় বরং ২০২৪ সালে সিরাজগঞ্জে একটি মাজার ভাঙচুরের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে ‘প্রবাসী জীবন’ নামক ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ২৯ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির বিষয়বস্তু ও পারিপার্শ্বিকতার সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে৷ 

ভিডিওটি ক্যাপশন থেকে জানা যায়, এটি হযরত আলী পাগলা (র.) এর মাজার ভাঙচুরের ভিডিওচিত্র। মাজারটি সিরাজগঞ্জ জেলার কাজিপুরের মনসুর নগরের ৯ নং দক্ষিন কুমাড়িয়া বাড়ীতে অবস্থিত। 

উক্ত তথ্যাদির সূত্রে জাতীয় দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে ২০২৪ সালের ৩১ আগস্ট ‘কাজীপুরে আলী পাগলার মাজার ভাঙচুর’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে৷

Comparison: Rumor Scanner 

প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই বছরের ২৯ আগস্ট সিরাজগঞ্জের জেলার কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের আলী পাগলার মাজারে ভাঙচুর চালায় শালগ্রাম তমিজউদ্দিনের বাড়ি জামে মসজিদের পেশ ইমাম গোলাম রব্বানী ও তার লোকজন।

সুতরাং, বাংলাদেশে মাজার ভাংচুরের দৃশ্যকে মন্দিরে ভাঙচুরের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img