সম্প্রতি ‘Condition of Hindu temples in Bangladesh’ ক্যাপশনে বাংলাদেশের মন্দিরে হামলা করা হচ্ছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সে একাধিক ভারতীয় অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কোনো মন্দিরে ভাংচুরের ঘটনার নয় বরং ২০২৪ সালে সিরাজগঞ্জে একটি মাজার ভাঙচুরের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে ‘প্রবাসী জীবন’ নামক ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ২৯ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির বিষয়বস্তু ও পারিপার্শ্বিকতার সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে৷
ভিডিওটি ক্যাপশন থেকে জানা যায়, এটি হযরত আলী পাগলা (র.) এর মাজার ভাঙচুরের ভিডিওচিত্র। মাজারটি সিরাজগঞ্জ জেলার কাজিপুরের মনসুর নগরের ৯ নং দক্ষিন কুমাড়িয়া বাড়ীতে অবস্থিত।
উক্ত তথ্যাদির সূত্রে জাতীয় দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে ২০২৪ সালের ৩১ আগস্ট ‘কাজীপুরে আলী পাগলার মাজার ভাঙচুর’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে৷

প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই বছরের ২৯ আগস্ট সিরাজগঞ্জের জেলার কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের আলী পাগলার মাজারে ভাঙচুর চালায় শালগ্রাম তমিজউদ্দিনের বাড়ি জামে মসজিদের পেশ ইমাম গোলাম রব্বানী ও তার লোকজন।
সুতরাং, বাংলাদেশে মাজার ভাংচুরের দৃশ্যকে মন্দিরে ভাঙচুরের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- প্রবাসী জীবন – Facebook Post
- কালবেলা – কাজীপুরে আলী পাগলার মাজার ভাঙচুর