নেপাল দলেও জায়গা পাবে না বাবর আজম শীর্ষক মন্তব্য করেননি শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক “নেপাল দলেও জায়গা পাবে না বাবর আজম” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে।


উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন – যমুনা টিভি (ইউটিউব), জাগোনিউজ২৪, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, বাংলানিউজ২৪, প্রতিদিনের সংবাদ, বিডিক্রিকটাইম, সংবাদ প্রকাশ, ডেইলি ক্রিকেট, অন-ফিল্ড, একুশে সংবাদ, ঢাকা ভয়েস২৪সময়ের আওয়াজ, সকাল সন্ধ্যা এবং আলোচিত বাংলাদেশ

ওপার বাংলার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন – ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা, সংবাদ প্রতিদিন এবং এই সময়।  

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শোয়েব মালিক “বাবর আজম নেপাল দলেও জায়গা পাবেন না” শীর্ষক মন্তব্য করেননি বরং, তিনি বলতে চেয়েছেন পাকিস্তানের সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও বাবর আজম শীর্ষ ৪-৫ দলের, যেমন অস্ট্রেলিয়া, ভারত, বা ইংল্যান্ডের, টি২০ একাদশে জায়গা পাবে না। তার মন্তব্যে বাবর আজম নেপাল দলেও জায়গা পাবে না এমন কথা উল্লেখ ছিল না।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, শোয়েব মালিক একটি টেলিভিশন টকশোতে এই মন্তব্য করেছেন। কিন্তু প্রতিবেদনগুলোতে টকশো সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ উল্লেখ করা হয়নি।

এই বিষয়ে অনুসন্ধান করে, গত ২ জুলাই ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটেও একই দাবি সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে এই দাবির সূত্র হিসেবে গত ২৯ জুন ‘Ramiz Raju Ratio’ নামক এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিও যুক্ত করা হয়।

২২ সেকেন্ডের ওই ভিডিওতে শোয়েব মালিককে উর্দু ভাষায় বলতে শোনা যায়, “আমাদের সেরা খেলোয়াড় কে? আমাদের সেরা খেলোয়াড় হচ্ছে বাবর আজম। আমি শুধু শীর্ষ ৪-৫ দলের কথা বলছি। অস্ট্রেলিয়া, ভারত বা ইংল্যান্ডের মতো দলগুলোর টি২০ ফরম্যাটে বাবর আজম কি তাদের একাদশে জায়গা পেতে পারেন? এর উত্তর হলো না।”

কিন্তু এক্স পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, “বাবর আজমকে শীর্ষ কোনো আন্তর্জাতিক দলে জায়গা দেওয়া সম্ভব নয়। এমনকি নেপালও তাদের দলে বাবর আজমকে নিতে চাইবে না।” অথচ ভিডিওতে এমন কোনো মন্তব্য করেননি শোয়েব মালিক।

পরে ভিডিওর উৎস যাচাই করতে গিয়ে ‘HUM Sports’ ইউটিউব চ্যানেলে পাকিস্তানের টেন স্পোর্টস চ্যানেলে প্রচারিত টকশোটি খুঁজে পাওয়া যায়। ২৭ মিনিট ০৯ সেকেন্ড থেকে ৭৭ মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত টকশোর অংশটি এক্স পোস্টের ভিডিওর সঙ্গে হুবহু মিলে যায়।

তবে পুরো ভিডিও পর্যবেক্ষণে করেও, শোয়েব মালিককে “বাবর আজম নেপাল দলেও জায়গা পাবেন না” এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি।

সুতরাং, শোয়েব মালিক “বাবর আজম নেপাল দলেও জায়গা পাবেন না” শীর্ষক মন্তব্যে করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img