সম্প্রতি “ শেখ মুজিবুর রহমানের ছবি সব জায়গায় থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ মুজিবের ছবি সব জায়গায় থাকবে শীর্ষক কোনো মন্তব্য এই ভিডিওতে করেননি ড. ইউনূস বরং, গত ৪ ডিসেম্বর জাতীয় ঐক্যের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার প্রচারিত ভিডিওর খন্ডিতাংশ প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভুয়া এই দাবি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে গত ৭ ডিসেম্বর রাজনৈতিক নেতাদের সঙ্গে বসার কারণ জানালেন প্রধান উপদেষ্টা শীর্ষক শিরোনামে সময় টিভির একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনের ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওতে দেখা যায়, গণমাধ্যম কর্মীদের কাছে রাজনৈতিক নেতাদের সাথে বসার কারণ জানাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
সময় টিভিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, বক্তব্যের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন “একত্র হয়ে বসাতে এই ছবিটা যদি মানুষ দেখে তাহলে আবার তারা ভরসা পাবে”। মূলত জাতীয় ঐক্যের ছবি এবং তাতে সাধারণ মানুষের ভরসার কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের এই অংশটি নিয়ে বিভ্রান্তিকর দাবিটি প্রচার করা হয় যেখানে দাবি করা হয়, ড. ইউনুস শেখ মুজিবের ছবি সব জায়গায় থাকার কথা বলেছেন।
পরবর্তী অনুসন্ধানে এই প্রসঙ্গে ড. ইউনূসের অন্য কোনো অনুষ্ঠানে মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, “শেখ মুজিবুর রহমানের ছবি সব জায়গায় থাকবে বলেছেন ড. মুহাম্মদ ইউনুস” শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।