গত ২৭ ডিসেম্বর Media Cell 24 নামের একটি ইউটিউব চ্যানেলে ‘ভোট চাইতে গিয়ে গণধোলাইয়ের শিকার সাকিব, সারাদেশে এমপি মন্ত্রীদের ঝাড়ু পেটা করলো জনগন’ শীর্ষক শিরোনাম ও ‘ভোট চাইতে গিয়ে গণধোলাই খেলো সাকিব, সারাদেশে এমপি মন্ত্রীদের ঝাড়ু পেটা করলো’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৩০ হাজার বার। ভিডিওটিতে প্রায় এক হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। ভিডিওটি’র মন্তব্যঘর ঘুরে উক্ত দাবির পক্ষে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান ভোট চাইতে গিয়ে গণধোলাইয়ের শিকার হননি এবং সারাদেশে জনগণের হাতে এমপি-মন্ত্রীদের ঝাড়ু পেটার শিকার হওয়ার দাবিটিও সঠিক নয় বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ভিডিও ক্লিপ নিয়ে তৈরি একটি বিস্তারিত ভিডিও। তবে উক্ত ভিডিওটি’র কোথাও সাকিবের ওপর হামলার দৃশ্য দেখানো হয়নি কিংবা এসম্পর্কিত কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। তাছাড়া জনগণ কর্তৃক সারাদেশে এমপি-মন্ত্রীদের ঝাড়ু পেটা শীর্ষক দাবির পক্ষেও ভিডিওটি’র বিস্তারিত অংশে কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি’র শিরোনাম এবং থাম্বনেইলে উল্লেখিত দাবিগুলোর সাথে ভিডিওটি’র বিস্তারিত অংশের অমিল রয়েছে। আলোচিত ভিডিওটিতে প্রচারিত ভিডিও ক্লিপগুলোর বিষয়ে আলাদা আলাদাভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।
ভিডিও যাচাই- ০১
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি’র ইউটিউব চ্যানেলে গত ২৭ ডিসেম্বর ‘ভোটে বিএনপির না থাকা নিয়ে যা বললেন সাকিব’ শীর্ষক শিরোনামে সাকিব আল হাসানের বক্তব্য নিয়ে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটি’র সাথে আলোচিত ভিডিওটিতে দেখানো সাকিব আল হাসানের বক্তব্যের অংশের ভিডিও ক্লিপের মিল পাওয়া যায়।
অর্থাৎ, এই ভিডিওটি’র সাথে আলোচিত ভিডিওটিতে প্রচারিত দাবির কোনো মিল নেই।
ভিডিও যাচাই- ০২
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলে গত ২৫ ডিসেম্বর ‘শত শত নারী ঝাড়ু নিয়ে ধাওয়া করছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
সেখানে উল্লেখিত বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভিডিওটি গত ২৪ ডিসেম্বর চট্টগ্রাম -১২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর সমর্থকদের আওয়ামীলীগের নেতাকর্মী কর্তৃক ঝাড়ু নিয়ে ধাওয়া করার ঘটনায় ধারণকৃত।
এই ভিডিওটি’র সাথে আলোচিত ভিডিওটিতে এক নারীর ঝাড়ু হাতে একদল লোককে ধাওয়া করার ভিডিও ক্লিপটি’র মিল পাওয়া যায়।
অর্থাৎ, এই ভিডিওটি সারাদেশে জনগণ কর্তৃক এমপি-মন্ত্রীদের ঝাড়ু পেটার কোনো ঘটনার নয়।
এছাড়াও, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত সাকিব আল হাসান ভোট চাইতে গিয়ে গণধোলাইয়ের শিকার কিংবা সারাদেশে জনগণের হাতে এমপি মন্ত্রীদের ঝাড়ু পেটার শিকার হওয়ার দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি।
মূলত, বাংলাদেশের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। গত ২৭ ডিসেম্বর Media Cell 24 নামের একটি ইউটিউব চ্যানেলে ‘ভোট চাইতে গিয়ে গণধোলাইয়ের শিকার সাকিব, সারাদেশে এমপি মন্ত্রীদের ঝাড়ু পেটা করলো জনগন’ শীর্ষক শিরোনাম ও ‘ভোট চাইতে গিয়ে গণধোলাই খেলো সাকিব, সারাদেশে এমপি মন্ত্রীদের ঝাড়ু পেটা করলো’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিগুলো সঠিক নয়। মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষনে এই ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, পূর্বেও হাসান মাহমুদকে জুতা পেটা এবং ওবায়দুল কাদেরকে গণধোলাইয়ের ভুয়া দাবি প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ভোট চাইতে গিয়ে সাকিব আল হাসান গণধোলাইয়ের শিকার এবং সারাদেশে জনগণের হাতে এমপি মন্ত্রীদের ঝাড়ু পেটার শিকার হওয়ার দাবিতে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Somoy TV YouTube: ভোটে বিএনপির না থাকা নিয়ে যা বললেন সাকিব
- Jamuna TV YouTube: শত শত নারী ঝাড়ু নিয়ে ধাওয়া করছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের
- Rumor Scanner’s Own Analysis