দীর্ঘ সময় ধরে “সেফাত উল্লাহ সরাসরি লাইভে এসে ভিপি নুরকে বকাবাজি করলেন” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।
ভিডিওটিতে সেফাত উল্লাহ ওরফে সেফুদা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র সাবেক ভিপি নুরুল হক নুর, সাবেক জিএস গোলাম রাব্বানীসহ আরও দুইজন ব্যক্তিকে দেখা যায়। যেখানে নুরুল হক নুর কথা বলার মাঝে সেফুদাকে গালাগালি করতে শোনা যায়।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
২০২২ প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরকে সেফাত উল্লাহর গালাগালি করার দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড। প্রকৃতপক্ষে Face The People- ফেস দ্যা পিপল নামের একটি ফেসবুক পেজে প্রচারিত একটি লাইভ ভিডিওতে সেফাত উল্লাহর ভিন্ন একটি ভিডিও প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
দাবিটি নিয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ফেসবুকে Face The People- ফেস দ্যা পিপল নামের একটি ফেসবুক পেজে ২০২০ সালের ২৭ ডিসেম্বর “লাইভে আছেন, ভিসি নুর, সাংবাদিক ইলিয়াস, জিএস গোলাম রাব্বানী এবং সাংবাদিক মাসুদ কামাল (আর্কাইভ)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
১ ঘন্টা ১০ মিনিট ২৬ সেকেন্ডের লাইভ ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, লাইভ ভিডিওটিতে সেফাত উল্লাহ উপস্থিত ছিলেন না। তবে এই ভিডিওটিতে নুরুল হক নুরসহ উপস্থিত অন্যান্যদেরদের পোশাকের সাথে আলোচিত ভিডিওটিতে তাদের পরিহিত পোশাকের মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে সেফাত উল্লাহর গালাগালি করার মূল ভিডিওটি নিয়ে অনুসন্ধানে Sefat Ullah নামের একটি ফেসবুক পেজে ২০২০ সালের ১৮ অক্টোবর “মুনমুনের সাথে লাইভে সেফুদা, রেগে গেলো সেফুদা (আর্কাউভ)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
৪ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, ৩ মিনিট ৪১ সেকেন্ডে একজনকে সেফাত উল্লাহ গালাগালি করছেন। এছাড়া প্রচারিত ভিডিওটিতে যে গালাগালি শুনতে পাওয়া যায় এবং যে পোশাক ও ব্যাকগ্রাউন্ডে সেফাত উল্লাহকে দেখা যায়, তার সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, নুরুল হক নুরকে গালাগালি করার দাবিতে প্রচারিত ভিডিওটিতে সেফাত উল্লাহর অংশটি ভিন্ন আরেকটি ভিডিও এবং সেখানে তিনি নুরুল হক নুরকে গালাগালি করেননি।
মূলত, ২০২০ সালে সাইফুর রহমান সাগরের সঞ্চালনায় Face The People- ফেস দ্যা পিপল নামের একটি পেজের ফেসবুক লাইভে অংশ নেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, সাবেক জিএস গোলাম রাব্বানী, সাংবাদিক ইলিয়াস, সাংবাদিক মাসুদ কামাল। সেই লাইভ ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত ব্যক্তি সেফাত উল্লাহর ভিন্ন এক ব্যক্তিকে গালাগালি করার আরেকটি ভিডিও সম্পাদনা করে বসিয়ে সেফাত উল্লাহ নুরকে গালাগালি করছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও নুরুল হক নুরকে নিয়ে বিভিন্ন সময়ে গুজব ছড়ানো হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
এমন কিছু প্রতিবেদন দেখুন
- তারেক রহমানকে নিয়ে দেওয়া নুরুল হক নুরের বক্তব্য বিকৃত করে প্রচার
- ‘পিনাকী ভট্টাচার্য সাহেব আমার কাছে টাকা চেয়েছিলেন’ শীর্ষক মন্তব্যটি নুরুল হক নুরের নয়
সুতরাং, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে সেফাত উল্লাহর গালাগালি করার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি বিকৃত করে তৈরি করা।
তথ্যসূত্র
- Face The People- ফেস দ্যা পিপল Page: লাইভে আছেন, ভিসি নুর, সাংবাদিক ইলিয়াস, জিএস গোলাম রাব্বানী এবং সাংবাদিক মাসুদ কামাল (আর্কাইভ)
- Sefat Ullah Facebook Post: “মুনমুনের সাথে লাইভে সেফুদা, রেগে গেলো সেফুদা (আর্কাউভ)
- Rumor Scanner’s Own Analysis