গত ১৫ সেপ্টেম্বর ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে একাধিক (১, ২) মামলা করা হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘আমাদের নিক্সন চৌধুরী মুক্ত বাতাসে,, মামলা হামলা করে দাঁবিয়ে রাখা যাবে না,,’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের জনসমক্ষে আসার ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ২০২০ সালে নিক্সন চৌধুরীর হাইকোর্টে উপস্থিত হওয়ার ভিডিওকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে bd news network নামক ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২০ অক্টোবর ‘আদালতে নিক্সন চৌধুরী-আগাম জামিন: আইনজীবীর মন্তব্য’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।
উক্ত ভিডিওর সূত্র ধরে মূল ধারার গণমাধ্যম NEWS24 এর ইউটিউব চ্যানেলে একই তারিখে ‘হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন সাংসদ নিক্সন চৌধুরী 200ct.20’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনের একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল লক্ষ্য করা যায়।

উল্লেখিত ভিডিও প্রতিবেদনের বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় সেদিন শর্তসাপেক্ষে আগাম জামিন পেয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। সেদিন দুপুরে নিক্সন চৌধুরীর আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ এ আদেশ দেন।
এ বিষয়ে ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২০ সালের ২০ অক্টোবর ‘৮ সপ্তাহের অগ্রিম জামিন পেয়েছেন নিক্সন চৌধুরী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ০৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী। ওই সময়ের পর থেকে তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের জনসমক্ষে আসার সাম্প্রতিক ভিডিও দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- bd news network – আদালতে নিক্সন চৌধুরী-আগাম জামিন: আইনজীবীর মন্তব্য
- NEWS24 – হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন সাংসদ নিক্সন চৌধুরী 200ct.20
- ইত্তেফাক – ৮ সপ্তাহের অগ্রিম জামিন পেয়েছেন নিক্সন চৌধুরী