ওবামা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুবিয়ান্তোর ৩৫ বছরে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের বিষয়ে হান্নান মাসউদের মন্তব্যটি মিথ্যা

গত ২৮ সেপ্টেম্বর নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ঐক্য ও সংহতির সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বক্তব্য প্রদানকালে দাবি করেন, ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীর মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন এবং বারাক ওবামাও ৩৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

গণমাধ্যমে প্রচারিত তার বক্তব্য সম্বলিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী ও বারাক ওবামার ক্ষমতা গ্রহণের সময়কালীন বয়স নিয়ে আব্দুল হান্নান মাসউদের বক্তব্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, বারাক ওবামা ৪৭ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এবং প্রাবোও সুবিয়ান্তো ৭৩ বছর বয়সে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হন। 

আবদুল হান্নান মাসউদের ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপ্রধানের বিষয়ে করা দাবিগুলো পৃথক পৃথকভাবে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। 

বারাক ওবামা

বারাক ওবামার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সময়কালীন বয়সের বিষয়ে অনুসন্ধানে বারাক ওবামার ওয়েবসাইট Barack Obama Presidential Library-এ প্রকাশিত তার জীবনী খুঁজে পাওয়া যায়।

বারাক ওবামার জীবনী থেকে জানা যায়, তিনি ১৯৬১ সালের ৪ আগস্ট হাওয়াইয়ের হনুলুলু শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালের ৪ নভেম্বর প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০০৯ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৪ তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

অর্থাৎ, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের সময় বারাক ওবামার বয়স ছিল ৪৭ বছর। 

প্রাবোও সুবিয়ান্তো

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানের বিষয়ে আব্দুল হান্নান মাসউদের দাবির বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ইন্দোনেশিয়ায় বর্তমান সংবিধান অনুযায়ী দেশটিতে প্রধানমন্ত্রী নয়, বরং রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিদ্যমান রয়েছে। দেশটির বর্তমান রাষ্ট্রপতির নাম প্রাবোও সুবিয়ান্তো। 

অনুসন্ধানে জানা যায়, প্রাবোও সুবিয়ান্তো ১৯৫১ সালের ১৭ অক্টোবর ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় জন্মগ্রহণ করেন এবং ২০২৪ সালের ২০ অক্টোবর প্রাবোও সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 

অর্থাৎ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসেবে প্রাবোও সুবিয়ান্তো শপথ গ্রহণের সময় তার বয়স ৭৩ বছর ছিল। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, আব্দুল হান্নান মাসউদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপ্রধান বারাক ওবামা এবং ‍ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর রাষ্ট্র ক্ষমতা গ্রহণের সময়কালীন তাদের বয়স নিয়ে করা মন্তব্যটি সঠিক নয়।

সুতরাং, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা ও ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো রাষ্ট্র ক্ষমতা গ্রহণকালে তাদের বয়স ৩৫ ছিল দাবি করে আব্দুল হান্নান মাসউদের দেওয়া বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img