গত ২২ নভেম্বর ফিফা বিশ্বকাপ-২০২২ এর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সাথে সৌদি আরবের জয়কে কেন্দ্র করে ডেসিংরুমে সৌদি আরবের কোচ হার্ভ রেনার্ডের নিজ খেলোয়াড়দের উদ্দেশ্যে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
ছড়িয়ে পড়া এই ভিডিওকে সূত্র ধরে মূলধারার গণমাধ্যম আরটিভি, একুশে টেলিভিশন, যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়েছে। সংবাদগুলোতে বলা হয়েছে, “প্রথমার্ধে বাজে খেলার জন্য বিরতির সময় ড্রেসিং রুমে নিজ দলের ফুটবলারদের ওপর বেশ ক্ষোভ ঝাড়েন এই ফরাসি কোচ। রেনার্ডের কথায় তেতে যায় সৌদি ফুটবলাররা। ড্রেসিং রুমে সৌদি ফুটবলারদের কী বলেছিলেন কোচ রেনার্ড, তার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যা ইতোমধ্যে ভাইরালও হয়ে গেছে। যেখানে দেখা যায় কোচ রেনার্ড সৌদির ফুটবলারদের বলছেন, মাঠে উপস্থিত ফ্যানদেরকে সম্মান দাও। ৬০ হাজার দর্শক তোমাদের খেলা দেখছে। প্রথমার্ধ তোমরা প্রীতি ম্যাচের মতো খেলেছো।”
উক্ত বিষয়ে মূলধারার গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন আরটিভি, একুশে টেলিভিশন এবং যমুনা টেলিভিশন। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।

উক্ত বিষয়ে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ভিডিওটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি আর্জেন্টিনা বনাম সৌদি আরব ম্যাচের নয় বরং এটি গত ৩০ মার্চ অনুষ্ঠিত সৌদি আরব বনাম অস্ট্রেলিয়া ম্যাচের পুরোনো ভিডিও।
ভিডিওটির কিছু স্থীরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে, ‘SOUTIENAUXELEPHANTS’ নামের একটি টুইটার অ্যাকাউন্টে গত ০১ এপ্রিল প্রকাশিত একটি টুইটে হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ফরাসি ভাষার উক্ত টুইটের ক্যাপশন অনুবাদ করে জানা যায়, এটি ফিফা বিশ্বকাপ-২০২২ এর বাছাইপর্বের সময় সৌদি আরবের খেলোয়াড়দের উদ্দেশ্যে কোচ হার্ভ রেনার্ডের দেয়া একটি বক্তব্যের ভিডিও, যা সৌদি আরবীয় ফুটবল ফেডারেশন কর্তৃক প্রকাশ করা হয়েছে।

উক্ত টুইটের সূত্র ধরে অনুসন্ধানের মাধ্যমে, সৌদি আরবীয় ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে গত ০১ এপ্রিল প্রকাশিত একই ভিডিওর ৩ সেকেন্ডের একটি ক্লিপ খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে দেখা যায় আলোচিত ভিডিওটি প্রকাশের ২ দিন পূর্বে অর্থাৎ ৩০ মার্চ ফিফা বিশ্বকাপ-২০২২ এর বাছাইপর্বে অস্ট্রলিয়ার মুখোমুখি হয়েছিলো সৌদি আরব। ম্যাচের প্রথম অর্ধে উভয় দল ই গোল শূন্য ছিলো। পরবর্তীতে ম্যাচটির দ্বিতীয় অর্ধে পেনালটিতে একটি গোল দিয়ে জয়লাভ করে সৌদি আরব।

মূলত, গত ৩০ মার্চ বিশ্বকাপের বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় সৌদি আরব। উক্ত ম্যাচের প্রথম অর্ধে উভয় দল ই গোল শূন্য ছিলো। পরবর্তীতে ম্যাচটির দ্বিতীয় অর্ধে পেনালটিতে একটি গোল দিয়ে জয়লাভ করে সৌদি আরব। সেই ম্যাচের হাফ টাইমে খেলোয়াড়দের উদ্দেশ্যে সৌদি কোচ হার্ভ রেনার্ডের দেয়া বক্তব্যের পুরোনো ভিডিওকেই বর্তমানে ‘আর্জেন্টিনা বনাম সৌদি আরব ম্যাচের হাফ টাইমে সৌদি কোচের দেয়া আগুনঝরা বক্তব্য’ দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর ফিফা বিশ্বকাপ-২০২২ এর নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সৌদি আরব। উক্ত ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনার করা একটি গোলের কারণে পিছিয়ে থাকলেও ম্যাচের দ্বিতীয় অর্ধে গিয়ে গোল করে ২-০ স্কোরে জয়লাভ করে সৌদি আরব। উক্ত ম্যাচে জয়ের পর ২৫ নভেম্বর সৌদি আরবীয় ফুটবল ফেডারেশনের টুইটার অ্যাকাউন্টে উক্ত ম্যাচকে ঘিরে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে সৌদি আরবের কোচ হার্ভ রেনার্ডের বক্তব্যের কিছু অংশও দেখা যায়।
সুতরাং, সৌদি আরব বনাম অস্ট্রেলিয়া ম্যাচের পুরোনো একটি ভিডিওকে আর্জেন্টিনা বনাম সৌদি আরব ম্যাচের হাফ টাইমে সৌদি কোচ হার্ভ রেনার্ডের দেয়া বক্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- SOUTIENAUXELEPHANTS on Twitter – https://twitter.com/saedeciv/status/1509620440167292928
- Saudi Arabian Football Federation on Facebook – https://www.facebook.com/watch/?v=934779610494090
- Saudi Arabia vs Australia, World Cup Qualifiers, 30 March 2022 – https://g.co/kgs/wnt9s2
- Saudi Arabia vs Argentina, FIFA World Cup 2022™, 22 November 2022 – https://g.co/kgs/nuvNi8
- Saudi Arabian Football Federation on Twitter – https://twitter.com/SaudiNT/status/1595867567880835072