সম্প্রতি, “মরুভূমির অপরূপ সৌন্দর্য সুবহানাল্লাহ, সৌদি আরব” শীর্ষক শিরোনামে উক্ত ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি সৌদি আরবে অবস্থিত কোনো মরুভূমির নয় বরং এটি মিশরে অবস্থিত সাহারা মরুভূমির ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, ‘Nik Barte’ নামের একজন ফটোগ্রাফারের ‘desartification’ নামের ব্যক্তিগত ওয়েবসাইটে ২০১১ সালে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া, অনলাইন ছবি শেয়ারিং প্লাটফর্ম ‘500px’ এ 2013 সালে ‘Nik Barte’ এর একাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে একই ছবি খুঁজে পাওয়া যায়।
মূলত, আলোচ্য ছবিটি মিশরে অবস্থিত সাহারা মরুভূমির। ছবিটি ‘Nik Barte’ নামের একজন ফটোগ্রাফার ২০১১ সালে ‘desartification’ নামের একটি ফটোগ্রাফিক প্রোজেক্টের জন্য তুলেছিলেন। উক্ত ‘desartification’ নামের ফটোগ্রাফিক প্রোজেক্টে আলোচ্য ছবিটি ছাড়াও সাহারা মরুভূমির একাধিক ছবি রয়েছে। সাহারার মরুভূমির এই ছবিকেই সৌদি আরবের মরুভূমির ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Also Read: এই বৃদ্ধাটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী নয়
সুতরাং, মিশরের সাহারা মরুভূমির একটি ছবিকে সৌদি আরবের মরুভূমির ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: মরুভূমির অপরূপ সৌন্দর্য সুবহানাল্লাহ, সৌদি আরব
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]