এই বৃদ্ধাটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী নয়

সম্প্রতি, “বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী, বয়স ৩৯৯” শীর্ষক দাবিতে এক বৃদ্ধ নারীর ছবি সম্বলিত একটি ডিজিটাল ব্যানার সামাজিক মাধ্যম ফেসবুকে এবং “Turkish AGED 339 Female” শীর্ষক শিরোনামে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।

ফেসবুক ও টিকটকে প্রচারিত পোস্টগুলো দেখুন এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি এবং ভিডিওতে থাকা ব্যক্তিটির বয়স ৩৯৯/৩৩৯ বছর নয় এবং তিনি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী নন বরং তিনি ১০৯ বছর বয়সী থাইল্যান্ডের নাগরিক লুয়াং ফো ইয়াই।

গুজবের সূত্রপাত

প্রচারিত ডিজিটাল ব্যানারটি পর্যবেক্ষণ করে ব্যানারটির নিচের দিকে ডেইলি বাংলাদেশ নামক একটি অনলাইন পোর্টালের নাম খুঁজে পাওয়া যায়। তবে ডেইলি বাংলাদেশ পোর্টালের ফেসবুক পেজ ও টুইটার একাউন্টে উক্ত ডিজিটাল ব্যানারটি খুঁজে না পাওয়া গেলেও একই শিরোনামে গত ২৭ মার্চে ডেইলি বাংলাদেশ এর ওয়েবসাইটে “বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী, বয়স ৩৯৯ বছর!” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের বিস্তারিত অংশে ঘটনাটিকে মিথ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে শুধুমাত্র ডিজিটাল ব্যানারটি ডাউনলোড করে বিভিন্ন গ্রুপ-পেজে প্রচার হওয়ার পর প্রতিবেদনের বিস্তারিত অংশ না পড়ার কারণে অনেক পাঠকই বিষয়টি নিয়ে বিভ্রান্ত হচ্ছেন।

Screenshot from Daily Bangladesh website

মূলত, ফেসবুকে প্রচারিত ডিজিটাল ব্যানারের ছবিতে এবং টিকটকে প্রচারিত ভিডিওতে থাকা ব্যক্তিটি ১০৯ বছর বয়সী থাইল্যান্ডের নারী লুয়াং ফো ইয়াই। টিকটকে প্রচারিত ভিডিওটি @auyary13 নামের একটি টিকটক একাউন্ট থেকে গত ২২ ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয় এবং ফেসবুকে ডিজিটাল ব্যানারের মাধ্যমে প্রচারিত বাম পাশের ছবিটি একই ভিডিও থেকে নেওয়া। তাছাড়া ডিজিটাল ব্যানারের ডান পাশের ছবিটি গত ২৫ ফেব্রুয়ারিতে @auyary13 এর একাউন্ট হতে প্রচারিত ভিডিও থেকে নেওয়া। সামাজিক মাধ্যমে আলোচিত বৃদ্ধার ছড়িয়ে পড়া ভিডিওগুলোর মূল পোস্ট দাতা আউয়ারী নিজেকে ইয়াই-এর নাতনি হিসেবে উল্লেখ করেছেন।

Screenshot from TikTok

আউয়ারী নামের ঐ তরুণীর টিকটক একাউন্ট হতে প্রচারিত ভিডিওগুলোকেই সাম্প্রতিক সময়ে কোনো তথ্যসূত্র ব্যতীত পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

টিকটক ব্যবহারকারী আউয়ারী তার একাউন্ট হতে উক্ত বয়স্ক নারীকে নিয়ে আরো কিছু ভিডিও প্রকাশ করেছেন কিন্তু কোথাও লুয়াং ফো এর বয়স ৩৯৯ বছর বলে দাবি করেন নি। বরং একটি ভিডিওর মন্তব্যে আউয়ারি বলেছেন যে ঐ বয়স্ক নারীর বয়স ১০৯ বছর।

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি কে?

বিশ্বব্যাপী প্রবীণ ব্যক্তিদের খুঁজে গবেষণা চালানো আন্তর্জাতিক সংস্থা “Gerontology Research Group” তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, উইকিপিডিয়া এবং অন্যান্য বিভিন্ন সংস্থা প্রবীণ ব্যক্তিদের তালিকা তৈরি করে। তবে সংস্থাটি হতে প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী বর্তমান বিশ্বে ৩৯৯ বছর বয়স্ক জীবিত কোনো ব্যক্তি নেই। সংস্থাটির সর্বশেষ দেওয়া তথ্য (গত ২২ মার্চ) অনুযায়ী, এই মূহুর্তে বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী এবং ব্যক্তি হলেন জাপানের ‘Kane Tanaka’ যার বয়স ১১৯ বছর ৮৫ দিন।

বয়স্ক
Screenshot from Gerontology Research Group website

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটির ক্যাপশনে নারীর বয়স ৩৩৯ দাবি করা হলেও ভিডিওটির থাম্বনেইলে উক্ত নারীর বয়স ৩৯৯ বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি দাবিতে ১৯৩ বছর বয়স উল্লেখ করে আলোচিত বৃদ্ধার ভিন্ন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিলো রিউমর স্ক্যানার।

ভিডিওর ব্যক্তিটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি নন

সুতরাং, থাইল্যান্ডের ১০৯ বছর বয়সী এক বয়স্ক নারীকে সাম্প্রতিক সময়ে পৃথিবীতে সবচেয়ে বয়স্ক নারী এবং ৩৯৯ বছর বয়সী ব্যক্তি দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী, বয়স ৩৯৯
  • Claimed By: Facebook & TikTok users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. TikTok user auyary13: https://www.tiktok.com/@auyary13
  2. TikTok user auyary13: https://www.tiktok.com/@auyary13/video/7065726540914363674
  3. Gerontology Research Group: https://grg.org/WSRL/TableE.aspx

আরও পড়ুন

spot_img