সম্প্রতি, “রাষ্ট্র পরিচালনায় আলেম ওলামাদের অন্তর্ভুক্ত করতেই হবে : সারজিস” শীর্ষক একটি মন্তব্য সারজিস আলমের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “রাষ্ট্র পরিচালনায় আলেম ওলামাদের অন্তর্ভুক্ত করতেই হবে” শীর্ষক কোনো মন্তব্য সারজিস আলম করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে গত ১৮ সেপ্টেম্বর সকাল ০৭ টা ০৮ মিনিটে Nizam uddin LX নামক একটি অ্যাকাউন্ট থেকে করা সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সারজিস আলমের ভেরিফাইড ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো পোস্ট পাওয়া যায়নি।
সুতরাং, সারজিস আলমকে উদ্ধৃত করে “রাষ্ট্র পরিচালনায় আলেম ওলামাদের অন্তর্ভুক্ত করতেই হবে” শীর্ষক একটি তথ্যটি প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Nizam uddin LX- Facebook Post
- Md Sarjis Alam- Facebook Page
- Rumor Scanner’s Own Analysis