গত ডিসেম্বরে (২০২২) বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমসহ ইন্টারনেটের একাধিক মাধ্যমে ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসান আয়ারল্যান্ডের হয়ে খেলার প্রস্তাব পাওয়ার পর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শীর্ষক একটি দাবি প্রচার করা হয়।
বাংলাদেশের গণমাধ্যমে উক্ত দাবিতে প্রচারিত কিছু প্রতিবেদন দেখুন বিডি২৪ রিপোর্ট, বিডিক্রিকটাইম।

একই দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

একই দাবিতে ভারতীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদন দেখুন হিন্দুস্তান টাইমস (বাংলা), এবিপি লাইভ (বাংলা), আনন্দবাজার, সংবাদ প্রতিদিন, ইন্ডিয়ান এক্সপ্রেস (বাংলা), DNA INDIA এবং কলকাতা টিভি অনলাইন।

একই দাবিতে ইউটিউবে ছড়িয়ে পড়া কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে।
ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সঞ্জু স্যামসান আয়ারল্যান্ডের হয়ে খেলার প্রস্তাব পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং আইরিশ ক্রিকেট বোর্ড বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে।
ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসান জাতীয় দলে উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলে থাকেন। ২০২১ সালের জুলাইতে ওয়ানডেতে অভিষেক হওয়ার পর এই ফরমেটে সর্বশেষ তিনি জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন গত বছরের (২০২২) ২৫ নভেম্বর (নিউজিল্যান্ডের বিপক্ষে)। তবে ওয়ানডে অভিষেকের প্রায় বছর ছয়েক পূর্বেই (২০১৫) টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু হয় সঞ্জুর। এই ফরমেটে গত মাসেও শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ছিলেন তিনি। তবে সঞ্জু স্যামসান জাতীয় দলে বরাবরই অবহেলিত থেকেছেন বলে দাবি করে আসছে ভারতীয় গণমাধ্যম। এমন দাবি উল্লেখ করে গত ডিসেম্বরে ভারতীয় গণমাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে “সঞ্জু স্যামসান আয়ারল্যান্ডের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন” শীর্ষক একটি তথ্য ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে সঞ্জু স্যামসান (ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম) ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের (ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম) অফিশিয়াল সামাজিক অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটেও কিওয়ার্ড সার্চ করে এ বিষয়ে কোনো তথ্য মেলেনি।
অনুসন্ধানে ভারতীয় ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ‘Sportskeeda’ এর টুইটার অ্যাকাউন্টে ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত একটি টুইট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
টুইটে বলা হয়, সঞ্জু স্যামসান আয়ারল্যান্ড বোর্ড থেকে তাদের জাতীয় দলে খেলার জন্য প্রস্তাব পেয়েছেন।

তবে পরদিন (১২ ফেব্রুয়ারি) উক্ত টুইটে রিপ্লে করে Sportskeeda জানায়, উপরে উল্লিখিত প্রতিবেদন মিথ্যা, কারণ ক্রিকেট আয়ারল্যান্ড ভারতীয় ক্রিকেটারকে এমন কোনও প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছে।

এ বিষয়ে জানতে পরবর্তীতে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছে রিউমর স্ক্যানার টিম।
বোর্ডের মিডিয়া ও কমিউনিকেশন ম্যানেজার ক্রেইগ ইয়াসডন (Craig Easdown) রিউমর স্ক্যানারকে জানান, আয়ারল্যান্ড দলে খেলার জন্য সঞ্জু স্যামসানকে প্রস্তাব দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
মূলত, গত ডিসেম্বরে (২০২২) বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমসহ ইন্টারনেটের একাধিক মাধ্যমে ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসান আয়ারল্যান্ডের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন শীর্ষক একটি দাবি প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টি মিথ্যা বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়েছে।
সুতরাং, ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসান আয়ারল্যান্ডের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Sportskeeda: Tweet
- Statement from Craig Easdown, Cricket Ireland