সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে জড়িয়ে ‘একটি সরকারি বিনিয়োগ প্ল্যাটফর্ম প্রতি সপ্তাহে ১২১,০০০ টাকা আয়ের নিশ্চয়তা দেয়! আজই ৩০,০০০ বাংলাদেশি টাকা বিনিয়োগ করুন এবং আগামীকাল আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার প্রথম পেমেন্ট পান। (অনূদিত)’ শিরোনামে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর লোগো যুক্ত করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কথিত সরকারি বিনিয়োগ প্লাটফর্মে বিনিয়োগের আমন্ত্রণ ও আয়ের নিশ্চয়তা দিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কোনো বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে, ভিন্ন বিষয়ে তার একটি বক্তব্যের ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Atlantic Council এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৪ অক্টোবর ‘Reform priorities for Bangladesh’s interim government, with Finance Adviser Salehuddin Ahmed’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জিওইকোনমিক্স সেন্টারের সহকারী পরিচালক মৃগাঙ্ক ভুসারীর সাথে বাংলাদেশের অর্থনীতির জন্য তার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
অতঃপর, ভিডিওগুলোতে থাকা অডিও বা শব্দ পর্যবেক্ষণে দেখা যায় যে, ২০২৪ সালের মূল ভিডিওর অডিও থেকে আলোচিত ভিডিওটির অডিও ভিন্ন।
আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে এতে সালেহউদ্দিন আহমেদের উচ্চারণভঙ্গি কৃত্রিম বলে প্রতীয়মান হয়। তার একাধিক ভিডিও পর্যবেক্ষণে দেখা যায় যে তার কথা বলার ধরণও ভিন্ন। এ বিষয়ে নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তা সনাক্তকারী ওয়েবসাইট Resemble AI এ অডিও ক্লিপটি যাচাই করা হয়, এতে অডিওটিকে ‘Fake’ বলে চিহ্নিত করা হয়।

একইসাথে, আরেক কৃত্রিম বুদ্ধিমত্তা সনাক্তকারী ওয়েবসাইট Hive Moderation এ যাচাই করে ভিডিও ক্লিপটিকে আসল বলা হলেও অডিও ক্লিপটিকে প্রায় ১০০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তা তৈরি বলে চিহ্নিত করা হয়।

উল্লেখ্য, অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, কথিত সরকারি বিনিয়োগ প্লাটফর্মে বিনিয়োগের পরামর্শ দিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিও সম্পাদিত।
তথ্যসূত্র
- Atlantic Council – Reform priorities for Bangladesh’s interim government, with Finance Adviser Salehuddin Ahmed
- Resemble AI – Website
- Hive Moderation – Website
- bdnews24 – Facebook Page
- bdnews24 – Website
- bdnews24 – YouTube