সম্প্রতি, “রাশিয়া এবার আক্রমন করলো অ্যামেরিকার ন্যাটো, রাশিয়া বিশ্বযুদ্ধ করতে চাই” শীর্ষক শিরোনামে ভবন ধ্বংসের একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।
টিকটকে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি রাশিয়া-ন্যাটোর সংঘর্ষের কোনো ঘটনার নয় বরং এটি ২০১৪ সালে নিউইয়র্কের আলবেনিতে শত বছরের পুরোনো ওয়েলিংটন হোটেলের পরিত্যক্ত ভবন ধ্বংসের দৃশ্য।
ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স সার্চের মাধ্যমে, All Over Albany নামের একটি ওয়েবসাইটে ২০১৪ সালের ২৩ আগষ্টে “The Wellington Hotel annex implosion” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একটি ভিডিও পাওয়া যায় যার সাথে সাম্প্রতিক সময়ে টিকটকে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।
পরবর্তীতে, ২০১৪ সালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম BBC News এবং CNN এর ওয়েবসাইটে প্রকাশিত ওয়েলিংটন হোটেল ধ্বংসের ভিন্ন কোণ থেকে ধারণকৃত ভিডিও পাওয়া যায়।
মূলত, ২০১৪ সালে ২৩ আগস্টে নিউইয়র্কের অ্যালবেনিতে অবস্থিত শত বছর পুরোনো হোটেল ওয়েলিংটন এর একটি পরিত্যাক্ত ভবনকে ধ্বংস করা হয়। ভবনটির ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগে ধারণকৃত একটি ভিডিওকেই সাম্প্রতিক সময়ে রাশিয়া-অ্যামেরিকার ন্যাটো এর সংঘর্ষের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনায় ধারণকৃত একটি ভিডিওকে সম্প্রতি রাশিয়া-অ্যামেরিকার ন্যাটোর সাথে সংঘর্ষের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: রাশিয়া এবার আক্রমন করলো অ্যামেরিকার ন্যাটো, রাশিয়া বিশ্বযুদ্ধ করতে চাই
- Claimed By: TikTok users
- Fact Check: False
[/su_box]