বাংলাদেশের চার সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র

সম্প্রতি, “এবার ৪ সেনাসদস্যর উপরে নিষেধাজ্ঞা। সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র” শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

নিষেধাজ্ঞা

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে(আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি বাংলাদেশের কোনো  সেনাসদস্যকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়নি বরং বাংলাদেশের চার সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ভারতের একটি চামকা সংগঠন কর্তৃক যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিকট দাবি জানানোর বিষয়টি অধিক ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। আলোচিত ভিডিওর উপস্থাপক দর্শকদের উদ্দেশ্যে দুইটি ভিডিও দেখান।

ভিডিও যাচাই-১

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে 1A News এর ইউটিউব চ্যানেলে গত ১৭ ডিসেম্বর “এবার বাংলাদেশ সেনাবাহিনীর চার অফিসারকে নিষেধাজ্ঞা দেওয়ার দাবী জানালো ভারতের চাকমা সংগঠন।” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও(আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Comparison By Rumor Scanner

উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওতে উপস্থাপককে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু এর বরাতে বাংলাদেশের চার সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারির জন্য ভারতের চাকমা আদিবাসীদের একটি সংগঠন কর্তৃক জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিকট দাবি জানানোর কথা বলা হয়। 

তবে, উক্ত ভিডিওতে উপস্থাপক কোথাও সে নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে কোনো তথ্য দেননি।

পরবর্তীতে উক্ত সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুতে “Extrajudicial killing of four indigenous leaders | Chakma community appeals to United Nations, U.S. to impose sanctions against four Bangladesh Army officers” শিরোনামে প্রকাশিত আলোচিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১১ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে চারজন আদিবাসী নেতাকে হত্যার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর চার কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার দাবি জানিয়েছে একটি ভারতীয় চাকমা সংগঠন। কিন্তু উক্ত প্রতিবেদনেও নিষেধাজ্ঞা কার্যকরের দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি।

ভিডিও যাচাই-২

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, News TubeTV এর ইউটিউব চ্যানেলে গত ১৭ ডিসেম্বর “সেনাবাহিনীর চার অফিসারকে নিষেধাজ্ঞার দাবী ভারতের চাকমা সংগঠনের kanaksarwarNEWS” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও(আর্কাইভ) খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

Comparison By Rumor Scanner

উক্ত ভিডিওর একটি অংশের সাথে ইউটিউবে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওতে ভারতীয় চাকমা সংগঠনের দাবিকৃত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে দেখা যায়। তবে, এই ভিডিওর কোথাও সেনাবাহিনীর চার সদস্যের উপর নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, ভারতীয় একটি চাকমা সংগঠন বাংলাদেশের চার সেনা কর্মকর্তারা ওপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিকট দাবি জানিয়েছে। উক্ত দাবিকেই অতিরঞ্জিত করে অধিক ভিউ পাবার আশায় বিষয়টি নিয়ে একাধিক ব্যক্তির নিজস্ব মতামতের ভিডিও যুক্ত করে বাংলাদেশ সেনাবাহিনীর চার কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে শীর্ষক দাবি সম্বলিত শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, পূর্বে সেনাবাহিনীর অধীনে নির্বাচন এবং শতাধিক এমপি ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসার দাবিতে মিথ্যা তথ্য প্রচার করা হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, বাংলাদেশের  চার সেনা কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img