রস টেলর ভারত ক্রিকেট খেলার কমিটির দল শীর্ষক মন্তব্য করেননি

সম্প্রতি, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর ভারতকে ‘ক্রিকেট খেলার কমিটির দল‘ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একাধিক ফেসবুক পোস্ট নজরে এসেছে রিউমর স্ক্যানার টিমের। 

রস টেলর

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রস টেলর ভারতের বিষয়ে ‘ক্রিকেট খেলার কমিটির দল’ শীর্ষক মন্তব্য করেননি বরং কোনো তথ্যসূত্র ছাড়াই টেলরের নামে উক্ত ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে এ বিষয়ে ছড়িয়ে পড়া দাবিটির সূত্র খুঁজতে গিয়ে ফেসবুক মনিটরিং টুল এবং ম্যানুয়াল পদ্ধতির মাধ্যমে সম্ভাব্য প্রথম পোস্টটির সন্ধান মেলে Sports X নামক একটি ফেসবুক পেজে। পেজটিতে গত ১৫ নভেম্বর রাত ১১:৩২ মিনিটে এ বিষয়ে পোস্টটি করা হয়। 

অনুসন্ধানে দেখা যাচ্ছে, সেদিনই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। পোস্টটি প্রকাশের অন্তত আধঘন্টা পূর্বে ম্যাচ শেষ হয়, যাতে ভারত জয় পায় ৭০ রানের ব্যবধানে। 

প্রথম সেমিফাইনালের আগে বিতর্ক তৈরি হয়েছিল পিচ নিয়ে। নক আউট পর্বের এই ম্যাচ সতেজ পিচের বদলে ব্যবহৃত উইকেটে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছিল ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

ক্রিকইনফো জানাচ্ছে, প্রথমে সেমিফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিলো ওয়াংখেড়ের ৭ নম্বর উইকেটে। যে উইকেটে টুর্নামেন্টের কোন ম্যাচ হয়নি। কিন্তু এই সিদ্ধান্ত বদল করে খেলা ৬ নম্বর পিচে নেওয়া হয়েছে। যেখানে এরমধ্যে হয়েছে দুই ম্যাচ। 

এই বিতর্কের আগে পরে রস টেলর ভারতের বিষয়ে কোনো মন্তব্য করেছেন কিনা সে বিষয়টি যাচাই করতে গিয়ে আইসিসির ওয়েবসাইটে টেলরের লেখা একটি কলাম খুঁজে পেয়েছে রিউমর স্ক্যানার টিম। কলামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ঘিরে নিজের প্রত্যাশা ও এ সংক্রান্ত অতীত স্মৃতিচারণ করেন টেলর। তবে ভারতের বিষয়ে নেতিবাচক কোনো মন্তব্য করেননি তিনি।

Screenshot: ICC Website 

টেলরের এই কলামের বিষয়ে পরবর্তীতে দেশীয় এবং আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। দেখুন প্রথম আলো, বিডিনিউজ২৪, ইনডিপেনডেন্ট (যুক্তরাজ্য), এএনআই (ভারত)। 

এ পর্যায়ে আমরা টেলরের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট এবং পরবর্তীতে একাধিক প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে দেখার চেষ্টা করেছি টেলর এমন কিছু বলেছেন কিনা। তবে অনুসন্ধানে টেলরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ সংক্রান্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। টেলর কর্তৃক “গ্রামের ক্রিকেট খেলার কমিটির দল ভারত” শীর্ষক কোনো মন্তব্য করা হলে স্বাভাবিকভাবে তাও গণমাধ্যমের খবর হতো। গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো সংবাদ মেলেনি।  

মূলত, গত ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। উক্ত ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে পড়ে নিউজিল্যান্ড। তাছাড়া, এই ম্যাচের পূর্বে পিচ নিয়েও বিতর্কের খবর এসেছে গণমাধ্যমে। এই ঘটনাবলির পর ফেসবুকের একাধিক পোস্টে দাবি করা হয়, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর ভারতকে ‘ক্রিকেট খেলার কমিটির দল’ শীর্ষক মন্তব্য করেছেন। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। টেলর ভারতের বিষয়ে এমন কোনো মন্তব্যই করেননি। 

সুতরাং, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর ভারতকে ‘ক্রিকেট খেলার কমিটির দল’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা৷ 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img