শনিবার, অক্টোবর 5, 2024
spot_img

লেভানদোভস্কি জাতীয় দলের ফুটবল ক্যারিয়ার ডিফেন্ডার হিসেবে শুরু করেননি

সম্প্রতি “পোল্যান্ডের ফুটবলার রবার্ট লেভানদোভস্কি জাতীয় দলে তার ফুটবল ক্যারিয়ার ডিফেন্ডার হিসেবে শুরু করেছিলেন” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টুইটারে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমনকিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পোল্যান্ডের ফুটবল তারকা রবার্ট লেভানদোভস্কি জাতীয় দলে তার ফুটবল ক্যারিয়ার রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে শুরু করেননি বরং তিনি সেন্টার ফরওয়ার্ডের খেলোয়াড় হিসেবে জাতীয় দলে খেলা শুরু করেছিলেন।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ অনুসন্ধানের মাধ্যমে, ইংলিশ প্রিমিয়ার লীগ ভিত্তিক ক্রীড়া গণমাধ্যম ‘Premierseason’ এ ২০২১ সালের ১২ অক্টোবর “Poland debut as a defender? That’s behind this picture” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from ‘Premierseason’

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর সান মারিনোর বিপক্ষে পোল্যান্ডের হয়ে রবার্ট লেওয়ানডোস্কি জাতীয় দলের হয়ে প্রথম খেলতে নামেন। সেই খেলায় ম্যাচের ৫৯ মিনিটে জেহনার মারেক সাগানভস্কি এর বিকল্প হিসেবে লেভানদোভস্কি মাঠে নামেন। কিন্তু টেলিভিশন সম্প্রচারে পর্দার স্ক্রলে লেভানদোভস্কির নামের পাশে ভুলবশত ‘ডিফেন্ডার’ ট্যাগ  দেখানো হয়। 

এছাড়া, আফ্রিকা ভিত্তিক গণমাধ্যম ‘Opera News’ এ “How Robert Lewandowski was announced as a Defender on his International debut” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

Screenshot from Opera news 

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য, জার্মান ভিত্তিক ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ‘Transfermarkt’ এ ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সান মারিনো বনাম পোল্যান্ডের ফুটবল ম্যাচের লাইনআপের বিস্তারিত তথ্য পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।

Screenshot from ‘Transfermarkt’

এই ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সেই খেলায় পোল্যান্ড ফুটবল দলের লাইনআপের সেন্টার ফরওয়ার্ডে রবার্ট লেভানদোভস্কির নাম পাওয়া যায়।

তাছাড়া, ‘Transfermarkt’ এর তথ্যানুযায়ী ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর সান মারিনো বনাম পোল্যান্ডের সেই ম্যাচে রবার্ট লেভানদোভস্কি ৫৯ মিনিটে যার (জেহনার মারেক সাগানভস্কি) বিকল্প হিসেবে মাঠে নামেন তিনিও সেই ম্যাচে সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেছিলেন।

Screenshot from ‘Transfermarkt’

অর্থাৎ, জেহনার মারেক সাগানভস্কির সেন্টার ফরওয়ার্ডের পজিশন পূরণ করার জন্যই ৫৯ মিনিটে রবার্ট লেভানদোভস্কিকে মাঠে নামানো হয়।

মূলত, ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর ফুটবল তারকা রবার্ট লেভানদোভস্কির সান মারিনোর বিপক্ষে খেলায় অংশগ্রণের মাধ্যমে পোল্যান্ড ফুটবল টিমে অভিষেক হয়। সেই খেলায় ম্যাচের ৫৯ মিনিটে সেন্টার ফরওয়ার্ডের জেহনার মারেক সাগানভস্কি এর বিকল্প খেলোয়াড় হিসেবে লেভানদোভস্কি মাঠে নামেন। সম্প্রতি লেভানদোভস্কি জাতীয় দলে তার ফুটবল ক্যারিয়ার ‘ডিফেন্ডার’ হিসেবে শুরু করেছিলেন শীর্ষক দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ২০০৮ সালের সান মারিনো বনাম পোল্যান্ডের ম্যাচের ৫৯ মিনিটে জেহনার মারেক সাগানভস্কি এর পরিবর্তে লেভানদোভস্কি মাঠে নামার সময় টেলিভিশন সম্প্রচারে পর্দার স্ক্রলে তার নামের পাশে ভুলে ‘ডিফেন্ডার’ ট্যাগ দেখানো হয়। সে থেকেই তার অভিষেকের পজিশন নিয়ে এই ভুল তথ্যের সূত্রপাত। 

প্রসঙ্গত, পূর্বেও ব্রাজিল ও নেইমারকে নিয়ে রবার্ট লেভানদোভস্কির ভুয়া মন্তব্য প্রচার করার প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, পোল্যান্ডের ফুটবল খেলোয়াড় রবার্ট লেভানদোভস্কি জাতীয় দলের ফুটবল ক্যারিয়ার ‘ডিফেন্ডার’ হিসেবে শুরু করেছিলেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটিসম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img