ব্রাজিল ও নেইমারকে নিয়ে রবার্ট লেভানদোভস্কির ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি “পোল্যান্ড অধিনায়ক রবার্ট লেভানদোভস্কি ব্রাজিলকে কাতার বিশ্বকাপের ফেবারিট বলেছেন” শীর্ষক একটি দাবি যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। 

যা দাবি করা হচ্ছে

ছড়িয়ে পড়া পোস্টগুলোতে রবার্ট লেভানদোভস্কিকে কাতার বিশ্বকাপের স্পন্সর বোর্ডের সামনে দাঁড়িয়ে এক উপস্থাপককে সাক্ষাৎকার দিতে দেখা যাচ্ছে। 

পোস্টগুলোর ক্যাপশনে লেখা রয়েছে, “সাংবাদিক: কাতার বিশ্বকাপে কার হাতে উঠবে আপনার মনে হয়?.
লেভানডক্সি: ‘অবশ্যই আমি বলবো ব্রাজিল 
সাংবাদিক: কেনো ব্রাজিল ফেবারিট মনে হলো?
লেভানডক্সি: কারণ এই দলে নেইমারের মতো আরও ১০ টা নেইমার আছে ।”

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিল ও নেইমার প্রসঙ্গে রবার্ট লেভানদোভস্কি উক্ত বক্তব্য দেননি বরং লেভানদোভস্কির একটি ইন্টারভিউয়ের সময়ের ছবির সাথে ভিত্তিহীনভাবে উক্ত ক্যাপশনের বক্তব্যটি প্রচারিত হচ্ছে। 

অনুসন্ধানে মূলধারার কোনো গণমাধ্যম, রবার্ট লেভানদোভস্কির ভেরিফাইড ফেসবুক পেজ এবং নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে উক্ত বক্তব্যের কোনো ভিত্তি পাওয়া যায় নি।

স্ক্রিনশটের সূত্র ধরে অনুসন্ধান যেভাবে  

রবার্ট লেভানদোভস্কির নামে প্রচারিত উক্ত বক্তব্যটির কোনো তথ্যসূত্র না পেয়ে বক্তব্যটির সাথে সংযুক্ত ছবিটির সূত্র পেতে অনুসন্ধান শুরু করে রিউমর স্ক্যানার টিম। 

কিওয়ার্ড সার্চের মাধ্যমে ফেসবুকে ‘Barca forever’ নামক একটি ফেসবুক পেজে একই ছবি খুঁজে পাওয়া যায়। 

ছবির ক্যাপশনে TyCSports চ্যানেলের বরাতে লেখা রয়েছে, “রবাট লেভানদোভস্কি বলেছেন, আমি মনে করি আর্জেন্টিনা রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার যোগ্য। আজ তারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো খেলায় তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করেছে।”

এই ছবির ক্যাপশনের সূত্র ধরে পরবর্তীতে আর্জেন্টিনাভিত্তিক স্পোর্টস চ্যানেল ‘Tyc Sports’ এর ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে গত ১ ডিসেম্বর প্রকাশিত লেভানদোভস্কির একটি ইন্টারভিউয়ের একটি টুইট ভিডিও খুঁজে পাওয়া যায়। টুইট ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, “রবার্ট লেভানদোভস্কি আর্জেন্টিনার সাথে ম্যাচের পর গ্যাস্টোন ইডুলের সাথে কথোপকথনে জানিয়েছেন, আর্জেন্টিনা প্রতিটি খেলায় উন্নতি করছে।” 

টুইটের সাথে সংযুক্ত ভিডিওটি বাংলাদেশ থেকে দেখা না যাওয়ায় লেভানদোভস্কি ব্রাজিল সম্পর্কে কিছু বলেছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পরবর্তীতে TyC Sports এর টুইটের ক্যাপশনে থাকা ‘Gaston Edul’ সম্পর্কে অনুসন্ধান করে জানা যায়, তিনি TyC Sports এর একজন সাংবাদিক। বিশ্বকাপ কাভার করতে এই আর্জেন্টাইন এখন কাতারেই অবস্থান করছেন। তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে গত ১ ডিসেম্বর প্রকাশিত একটি টুইটে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

টুইটে তিনি লিখেছেন, “রবাট লেভানদোভস্কি ‘TyC Sports’কে বলেছেন, আমি মনে করি আর্জেন্টিনা রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার যোগ্য। আজ তারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো খেলায় তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করেছে।

গ্যাস্টোন ইডুল ইউটিউব চ্যানেলেও একইদিন (১ ডিসেম্বর) তাকে দেওয়া লেভানদোভস্কির ইন্টারভিউয়ের ভিডিও প্রকাশ করেছেন। ইন্টারভিউতে লেভানদোভস্কি আর্জেন্টিনার সাথে তার দলের ম্যাচের পারফরম্যান্স, পেনাল্টি এবং আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরম্যান্স বিষয়ে কথা বললেও ব্রাজিল প্রসঙ্গে কোনো কথা বলেননি।

অর্থাৎ, লেভানদোভস্কির ইন্টারভিউয়ের একটি ছবি ব্যবহার করে তার উদ্ধৃতি দিয়ে কাতার বিশ্বকাপ প্রসঙ্গে বানোয়াট বক্তব্য প্রচার করা হচ্ছে।

মূলত, গত ১ ডিসেম্বর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সাথে ম্যাচের পর পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেভানদোভস্কির ইন্টারভিউ নেন ‘TyC Sports’ চ্যানেলের সাংবাদিক গ্যাস্টোন ইডুল। ইন্টারভিউতে লেভানদোভস্কি আর্জেন্টিনার সাথে তার দলের ম্যাচের পারফরম্যান্স, পেনাল্টি এবং আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরম্যান্স বিষয়ে কথা বলেন। কিন্তু উক্ত ইন্টারভিউয়ের সময়ে তোলা একটি ছবি ব্যবহার করে লেভানদোভস্কি ব্রাজিলকে ফেবারিট বলেছেন দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। অথচ, উক্ত ইন্টারভিউতে ব্রাজিল প্রসঙ্গই উঠেনি৷ তাছাড়া, অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে উক্ত বক্তব্যের কোনো ভিত্তি পাওয়া যায় নি।

সুতরাং, কাতার বিশ্বকাপে ব্রাজিল ও নেইমারের প্রসঙ্গ টেনে রবার্ট লেভানদোভস্কি ব্রাজিলকে কাতার বিশ্বকাপের ফেবারিট বলেছেন দাবিতে প্রচার করা হচ্ছে ; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img