গত ৪ জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয়লাভ করে। এর ফলে কিয়ার স্টারমার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে, কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক ঐতিহাসিক পরাজয়ের পর প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন।
এই প্রেক্ষাপটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋষি সুনাকের একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে তাকে ম্যাকডোনাল্ডসের লোগো সম্বলিত দুটি ব্যাগ হাতে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ছবির ওপর ভিত্তি করে প্রচার করা হচ্ছে যে, নির্বাচনে পরাজয়ের পর ঋষি সুনাক ফুড ডেলিভারি ম্যানের চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি শীঘ্রই এই পেশায় নিযুক্ত হবেন।
উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঋষি সুনাক ফুড ডেলিভারি ম্যানের চাকরি নিচ্ছেন শীর্ষক দাবিটি সত্য নয় বরং গত ২ জুলাই নির্বাচনের প্রচারকালে সাংবাদিকদের জন্য ম্যাকডোনাল্ডসের খাবার কেনার সময় রেস্টুরেন্টটির একটি আউটলেটের সামনে তোলা একটি ছবির ওপর ভিত্তি করে এই দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে এই দাবির উৎস খুঁজতে রিউমর স্ক্যানার টিম ইংরেজি ভাষায় কি-ওয়ার্ড সার্চ করে এবং গত ৩ জুলাই বাংলাদেশ সময় ৩টা ৫৫ মিনিটে এই দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পায়।
উক্ত পোস্টের ক্যাপশনে লেখা হয়, “গতকাল ঋষি সুনাক তার নতুন কাজ ডেলিভারু ড্রাইভার হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন, যা তিনি সোমবার থেকে শুরু করবেন।”। উল্লেখ্য, ডেলিভারু হলো একটি ব্রিটিশ অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি।
উক্ত পোস্টের কমেন্টে একজন ব্যক্তি জানতে চান এটি কৌতুক কিনা, এবং পেজটি থেকে নিশ্চিত করা হয় যে এটি একটি কৌতুক।
অর্থাৎ, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই এই দাবিতে ইংরেজিতে পোস্ট থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে ফলাফল ঘোষণার পর, গত ৬ জুন থেকে বাংলা ভাষাতে এই দাবিটি ছড়িয়ে পড়ে। বাংলা ভাষার পোস্টগুলোর দাবি অনুযায়ী, ঋষি সুনাক প্রধানমন্ত্রীত্ব হারানোর পর ফুড ডেলিভারি ম্যানের চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি শীঘ্রই এই পেশায় নিযুক্ত হবেন।
রিউমর স্ক্যানার টিম ছবিটির প্রকৃত প্রেক্ষাপট খুঁজে বের করতে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে। এতে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের রাজনীতি বিষয়ক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একই ছবি সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাকিংহামশায়ারে ম্যাকডোনাল্ডসে থামলেন।”
পরবর্তীতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে বার্তা সংস্থা রয়টার্সের ছবি সংক্রান্ত ওয়েবসাইটে একই ঘটনার আরও কিছু ছবি পাওয়া যায়। এই ছবিগুলোর বর্ণনায়ও লেখা ছিল, “গত ২ জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাকিংহামশায়ারের বেকনসফিল্ড সার্ভিস স্টেশনে কনজারভেটিভ পার্টির সাধারণ নির্বাচনী প্রচারণার দিন ম্যাকডোনাল্ডসের খাবার সংগ্রহ করেন।”
ইংল্যান্ডের সাপ্তাহিক সংবাদমাধ্যম বাক্স ফ্রি প্রেসে গত ২ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিয়ে বিয়কনসফিল্ড সার্ভিসে একটি ম্যাকডোনাল্ডসের খাবার কিনেন। ২ জুলাই সকালে বেডফোর্ডশায়ারে একটি ওকাডো প্যাকিং প্ল্যান্ট পরিদর্শনের পর, তিনি তার প্রচারণার বাসে থাকা ক্ষুধার্ত সাংবাদিকদের জন্য বিয়কনসফিল্ড সার্ভিস থেকে ম্যাকডোনাল্ডসের নাস্তা সরবরাহ করেন।
এছাড়া বিশ্বস্ত কোনো সূত্রে ঋষি সুনাক ফুড ডেলিভারি ম্যানের চাকরির প্রস্তুতি নিয়েছেন কিংবা তিনি এই পেশায় নিযুক্ত হবেন মর্মে কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত, গত ২ জুলাই যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারণার সময় সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার প্রচারণার বাসে থাকা ক্ষুধার্ত সাংবাদিকদের জন্য ম্যাকডোনাল্ডসের নাস্তা সরবরাহ করেন। সেদিন, ম্যাকডোনাল্ডসের একটি আউটলেট থেকে খাবার কেনার সময় তোলা ঋষি সুনাকের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ৩ জুলাই একটি সার্কাজমধর্মী পোস্টে মজার ছলে দাবি করা হয় যে, তিনি ব্রিটিশ অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি ডেলিভারুর ড্রাইভার হিসেবে প্রস্তুতি নিচ্ছেন। এরপর, ৪ জুলাই নির্বাচনের ফলাফল ঘোষণার পর ঋষি সুনাক প্রধানমন্ত্রীত্ব হারান। নির্বাচনে পরাজয়ের পর ৬ জুলাই থেকে একই ছবি ব্যবহার করে ‘ঋষি সুনাক নির্বাচনে পরাজয়ের পর ডেলিভারি ড্রাইভারের চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং শীঘ্রই তিনি এই পেশায় নিযুক্ত হবেন’ শীর্ষক একটি দাবি ছড়িয়ে পড়ে।
সুতরাং, প্রধানমন্ত্রীত্ব হারানোর পর সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ডেলিভারি ড্রাইভারের চাকরি নিচ্ছেন দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis.
- X post by Telegraph Politics.
- Reuters – British Prime Minister Rishi Sunak collects McDonald’s
- Bucks Free Press – Rishi Sunak grabs breakfast at Beaconsfield Services