রিকি পন্টিং অস্ট্রেলিয়ার সদ্য বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট মাফিয়া শীর্ষক কোনো মন্তব্য করেননি

গতকাল (১৯ নভেম্বর) ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের পর ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে, “অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, মাফিয়াদের টাকা ও ক্ষমতা তাদের ওয়ার্ল্ড কাপ জেতাতে পারেনি। এটি ক্রিকেট মাফিয়াদের বিপক্ষে ন্যায়বিচারের জয়।”

অস্ট্রেলিয়ার

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রিকি পন্টিং অস্ট্রেলিয়ার সদ্য বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট মাফিয়া শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং ফক্স ক্রিকেটকে সূত্র হিসেবে ব্যবহার করে রিকি পন্টিংয়ের নামে উক্ত ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে। 

দাবিটি নিয়ে অনুসন্ধানের শুরুতে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবিটির সূত্র হিসেবে একটি টুইটের স্ক্রিনশট সংযুক্ত দেখেছে রিউমর স্ক্যানার টিম। এক্সে (সাবেক টুইটার) পরবর্তীতে ASG নামক একটি ভেরিফাইড অ্যাকাউন্টে আলোচিত টুইটটি খুঁজে পাওয়া যায়। 

গতকাল (১৯ নভেম্বর) রাত ৯ টা ৫১ মিনিটে প্রকাশিত টুইটটি এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অন্তত ১০ লাখ মানুষের নজরে এসেছে। 

screenshot: X

এখানে লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, গতকালই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হয়েছে। ভারতের বিপক্ষে খেলে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচটি শেষ হয় বাংলাদেশ সময় প্রায় সাড়ে নয়টায়। অর্থাৎ, দাবি অনুযায়ী পন্টিংকে এরপরই কথিত এই মন্তব্যটি করার কথা। 

কিন্তু অস্ট্রেলিয়ার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম Fox Cricket এর ওয়েবসাইটের ভিডিও এবং নিউজ সেকশনে এই সময়ের মধ্যে পন্টিংয়ের মন্তব্য সংশ্লিষ্ট কোনো সংবাদ বা ভিডিও প্রতিবেদনের অস্তিত্ব মেলেনি। 

তাছাড়া, ফক্সের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও (ইউটিউব, এক্স, ফেসবুক) পন্টিংয়ের উক্ত কথিত মন্তব্যের হদিস মেলেনি৷ 

তবে ফক্সের এক্স অ্যাকাউন্টে আজ (২০ নভেম্বর) সকালে প্রকাশিত একটি টুইটে পন্টিংয়ের একটি মন্তব্য সংযুক্ত করা হয়, যাতে তিনি অস্ট্রেলিয়া দলের অধিনায়ক কামিন্সের বিষয়ে কথা বলেছেন। এছাড়া, আজ দুপুরে ফক্সেরই প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনে সদ্য সমাপ্ত ওডিআই ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং ভারতের ফাইনাল ম্যাচের পিচ সম্পর্কে রিকি পন্টিং বলেন, ভারত যে উইকেট বানিয়েছে সেটা তাদের উপরই উল্টোভাবে কাজ করেছে এবং তাদের ব্যাটিং লাইনআপের ধ্বংসের কারণ হয়েছে।

যদিও উপরোল্লিখিত টুইট এবং সংবাদ প্রতিবেদনটি দাবিটি ছড়িয়ে পড়ার পরদিন প্রকাশিত হয়েছে। তবুও প্রাসঙ্গিকতা বিবেচনায় বিষয়টি অবগত করা হলাে।  

পরবর্তীতে রিকি পন্টিং এর সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও (ফেসবুক এবং ইনস্টাগ্রাম) এ সংক্রান্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

তাছাড়া রিকি পন্টিং কর্তৃক টাকা ও ক্ষমতা ভারত মাফিয়াদের ওয়ার্ল্ড কাপ জেতাতে পারেনি শীর্ষক কোনো মন্তব্য করা হলে স্বাভাবিকভাবে তা গণমাধ্যমে প্রচারিত হতো। কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো সংবাদ বা তথ্য মেলেনি। 

মূলত, গত ১৯ নভেম্বর ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। উক্ত ম্যাচকে কেন্দ্র করে টাকা ও ক্ষমতা ক্রিকেট মাফিয়াদের ওয়ার্ল্ড কাপ জেতাতে পারেনি শীর্ষক মন্তব্যকে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক রিকি পন্টিং এর মন্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার অনুসন্ধানে দেখেছে যে দাবিটি সঠিক নয়। রিকি পন্টিং এমন কোনো মন্তব্যই করেননি।

উল্লেখ্য, ASG নামক একই এক্স অ্যাকাউন্ট থেকে গত অক্টোবরে ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার ভারতের বিশ্বকাপ আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে স্টার স্পোর্টসে বক্তব্য দিয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার  রিকি পন্টিং ‘টাকা ও ক্ষমতা ক্রিকেট মাফিয়াদের ওয়ার্ল্ড কাপ জেতাতে পারেনি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা৷ 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img