সম্প্রতি, ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার ভারতের বিশ্বকাপ আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে স্টার স্পোর্টসে বক্তব্য দিয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
দাবি করা হচ্ছে, সুনীল গাভাস্কার বলেছেন, “আমি নিজেকে ভারতীয় বলতে লজ্জিত। এটাই সবচেয়ে বাজে ক্রিকেট বিশ্বকাপ। খালি স্টেডিয়াম, স্কোরবোর্ড নেই, বিসিসিআইয়ের করুণ ব্যবস্থাপনা।“
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের বিশ্বকাপ আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে সুনীল গাভাস্কার কোনো মন্তব্য করেননি বরং একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে উক্ত দাবিটি ছড়ালেও গাভাস্কার তার নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া বলে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে সুনীল গাভাস্কারের এমন মন্তব্যের বিষয়ে কোনো সংবাদ ভারতের গণমাধ্যমে খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম।
পরবর্তীতে দাবিটির সূত্রের খোঁজে অনুসন্ধান করে এক্সে গত ০৬ অক্টোবর বিকেলে ASG নামক একটি অ্যাকাউন্টে প্রকাশিত একটি টুইটে গাভাস্কারের উক্ত মন্তব্যটি খুঁজে পাওয়া যায়।
সেদিন (০৬ অক্টোবর) চলতি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নেদারল্যান্ডস। এর আগে ০৫ অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
ম্যাচগুলোতে গাভাস্কার ধারাভাষ্য দিয়েছেন কিনা এমন তথ্য অনুসন্ধানে ভারতের সংবাদমাধ্যম Aaj Tak এর স্পোর্টস বিভাগের ম্যানেজিং এডিটর ভিক্রান্ত গুপ্তের একটি টুইট নজরে এসেছে আমাদের।
ভিক্রান্ত জানান, গাভাস্কার ম্যাচে ধারাভাষ্যই দেননি।
পরবর্তীতে আরো অনুসন্ধান করে ভারতের আরেক সংবাদমাধ্যম India Today এর ওয়েবসাইটে প্রকাশিত একটি ফ্যাক্টচেক রিপোর্টে সুনীল গাভাস্কারের এ সংক্রান্ত একটি ব্যাখ্যা পাওয়া যায়।
আলোচিত মন্তব্য প্রসঙ্গে গাভাস্কার জানিয়েছেন, “যারা আমাকে চেনেন, তারা জানেন যে আমি ভারতীয় হতে কখনোই লজ্জিত হব না। আমি একজন গর্বিত ভারতীয় আছি এবং থাকব।”
অর্থাৎ, গাভাস্কার আলোচিত মন্তব্যটি করেননি।
মূলত, সম্প্রতি ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার ভারতের বিশ্বকাপ আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে স্টার স্পোর্টসে বক্তব্য দিয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একটি এক্স অ্যাকাউন্ট থেকে আলোচিত মন্তব্যটি গাভাস্কারের দাবি করে প্রচার করা হলেও গাভাস্কার নিজেই বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছেন।
সুতরাং, ভারতের বিশ্বকাপ আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে সুনীল গাভাস্কার মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।