বুধবার, সেপ্টেম্বর 27, 2023
spot_img

রিকশাচালক ও নারী যাত্রীর থাপ্পড় কাণ্ডের ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড

সম্প্রতি “মহিলা পুরুষকে তাপ্পড় দিলে কিছু হয় না, পুরুষ মহিলাকে মারলে জরিমানা, গরিবের কেউ নেই” ইত্যাদি শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রিকশাচালক ও নারী যাত্রীর বাকবিতন্ডার ভাইরাল ভিডিওটি বাস্তব কোন ঘটনার নয় বরং এটি অভিনয়ের মাধ্যমে মঞ্চায়ন করা একটি ভিডিও। 

কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে অনুসন্ধান করতে গিয়ে একটি পোস্টে কর্টেসি হিসেবে BDS Service LLC এর নাম ও ভিডিওতে কন্টেন্ট ওনারশীপ লেবেল খুঁজে পাওয়া যায়। উক্ত লেবেল থেকে জানা যায় এই ভিডিওর অরিজিনাল কন্টেন্টটি BDS Service LLC নামের একটি ফেসবুক পেজের। যা থেকে নিশ্চিত হওয়া যায় এই কন্টেন্টটির ক্রিয়েটর বা মূল ওনারশীপ উক্ত পেজের।

Source: Facebook Post

পরবর্তীতে তাদের পেজে আলোচিত ভিডিওর মূল আপলোডটি অনুসন্ধান করা হয়, তবে উক্ত পেজে ভিডিওটি খুঁজে পাওয়া যায় না। তাদের আরো বেশ কয়েকটি পেজে খুঁজেও ভিডিওটি পাওয়া যায় নি।

ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য উক্ত পেজে বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে মেসেজ করা হয়, তবে তাদের পক্ষ থেকে কোন উত্তর আসে নি। তাদের পেজে দেয়া নাম্বারে ভিন্ন ভিন্ন সময়ে একাধিকবার কল দেয়ার চেষ্টা করা হলেও নাম্বারটি এখন পর্যন্ত বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে ভাইরাল ভিডিওটি যাচাই করার উদ্দেশ্যে রিউমর স্ক্যানার গভীর পর্যবেক্ষণ করে।

আমরা তাদের পেজে আপলোড করা অন্যান্য ভিডিও পর্যবেক্ষণ করে ভাইরাল ভিডিওর মূল চরিত্রের ব্যক্তিগুলোকে খোঁজার চেষ্টা করি। পর্যবেক্ষণে ভাইরাল ভিডিওর রিকশাচালককে বেশকিছু ভিডিওতে খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

যেমন ‘মাছ ব্যবসায়ী প্রতারক যেই ভাবে ধরা খেলো’ একটি ভিডিওতে সেই ভাইরাল রিকশাচালক মাছ ক্রেতার অভিনয় করেছেন।

Source: BDS Network LLC

BDS এর অপর একটি অফিশিয়াল পেজে ‘অভিনব কায়দায় ছিনতাই করলো সুন্দরী মেয়ে’ শীর্ষক ভিডিওতেও ভাইরাল রিকশাচালককে খুঁজে পাওয়া যায়, যেখানে তিনি ভুক্তভোগীর অভিনয় করেছেন।

Source: BDS Network LLC

পাশাপাশি ভাইরাল ভিডিওতে নারী যাত্রীর পক্ষ নিয়ে রিকশাচালককে ৫০০ টাকা জরিমানা দাবি করা যুবককেও ভিন্ন ভিডিওতে খুঁজে পাওয়া যায়। তাদের পেজে ‘প্রতারকের হাত থেকে মেয়েটাকে যে ভাবে বাঁচালো ছেলেটা’ শীর্ষক ভিডিওতে তাকে ত্রাণকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

Source: BDS Network LLC

‘পাওনা টাকা চাওয়ায় দোকানদার কে মাইর দিলো এলাকার পাতি নেতা!’ শীর্ষক অপর একটি ভিডিওতে তাকে পাতি নেতার চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

Source: BDS Network LLC

এছাড়াও আরো বেশকিছু ভিডিওতে তাদের ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

মূলত, BDS Network LLC নামের একটি কন্টেন্ট ক্রিয়েটর টিম উক্ত ভিডিওটি অভিনয়ের মাধ্যমে ধারণ করে তাদের ফেসবুক পেজে আপলোড করার পর পরবর্তীতে তা কোনরূপ ডিসক্লেইমার ছাড়া সত্য ঘটনা হিসেবে হিসবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি তাদের পেজে খুঁজে পাওয়া না গেলেও আমাদের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি তাদের এবং তারা এ ধরণের ভিডিও নির্মাণ করে থাকে। অনুসন্ধানে ভাইরাল ভিডিওর রিকশাচালকের ভূমিকায় অভিনয় করা ব্যক্তিকে একাধিক ভিডিওতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।

সুতরাং, রিকশাচালক ও নারী যাত্রীর বাকবিতণ্ডার ভাইরাল ভিডিওটি অভিনয়ের মাধ্যমে মঞ্চায়ন করা ভিডিও বা একটি স্ক্রিপ্টেড ভিডিও।

তথ্যসূত্র

  1. BDS Network LLC on Facebook: https://fb.watch/f4aA52PtSR/
  2. BDS Network LLC on Facebook: https://www.facebook.com/watch/?v=1103281683959119
  3. BDS Network LLC on Facebook: https://www.facebook.com/watch/?v=560124282452380
  4. BDS Network LLC on Facebook: https://www.facebook.com/watch/?v=1188630041708299
RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img