তুরস্কের উত্তর-পশ্চিমের বালিকেশির প্রদেশে গত ১০ আগস্ট সন্ধ্যায় ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। এরই প্রেক্ষিতে এরপর গণমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, ‘তুরস্কে ভূমিকম্পের সময় বুদ্ধিমত্তার পরিচয় দিলো তরুণী’। ভিডিওটিতে দেখা যায়, ভূমিকম্প শুরু হলে তা থেকে বাঁচতে এক তরুণী টেবিলের নিচে বসে পড়েন।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত পোস্ট: মাছরাঙা টিভি (ইউটিউব), বাংলা ভিশন (ফেসবুক), নিউজ২৪ (ইউটিউব), প্রথম আলো (ইউটিউব), যায় যায় দিন (ফেসবুক)।
আলোচিত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এছাড়াও, এরূপ দাবিতে ইন্সটাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ১০ আগস্টে তুরস্কে হওয়া ভূমিকম্পের দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি এই ঘটনার অন্তত ৪ মাস আগে গত ৭ এপ্রিল থেকেই অনলাইনে বিদ্যমান আছে।
অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স সার্চ করে ‘poncikledin’ ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৭ এপ্রিলে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। তবে পোস্টটিতে ভিডিওটি কোথাকার এবং ঠিক কবেকার তা উল্লেখ করা হয়নি।

এছাড়াও, অনুসন্ধানে ‘4FdAmusita’ ইউজারনেমের একটি এক্স অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি গত ৯ এপ্রিলে প্রচার হতে দেখা যায়। অনুসন্ধানে ভিডিওটি গত জুন মাসেও প্রচার হতে দেখা যায়।
তবে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের তুরস্কে হওয়া ভূমিকম্পের ঘটনার নয় এটি নিশ্চিত হওয়া গেলেও ভিডিওটি ঠিক কবেকার এবং কোথাকার সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সুতরাং, গত ১০ আগস্টে তুরস্কে হওয়া ভূমিকম্পের ঘটনার দৃশ্য দাবিতে অন্তত ৪ মাস পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Poncikledin – Instagram Post
- 4FdAmusita – X Post
- duydunmuistanbul – Instagram Post