সাম্প্রতিক উল্কাবৃষ্টির দৃশ্য দাবিতে অন্তত ১ বছর পুরোনো ভিডিও প্রচার

গত ১২ ও ১৩ আগস্ট বাংলাদেশের আকাশে দেখা যায় উল্কাবৃষ্টি। পার্সাইড উল্কাবৃষ্টি নামে পরিচিত এই উল্কাবৃষ্টি প্রতিবছর একই সময়ে হয়ে থাকে। এ বছর ১৩ আগস্ট ভোররাতে এই উল্কাবৃষ্টি সবচেয়ে বেশি দেখা যাবে বলে ধারণা করা হয়, তবে বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে অনেকেই দেখতে পারেননি বলে অভিযোগ শোনা যায়। এরই প্রেক্ষিতে গত ১৪ আগস্ট একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি “গতকালকের (১৩ আগস্ট) Perseid উল্কাবৃষ্টির দৃশ্য”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ৭০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ৪ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উল্কাবৃষ্টির ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি অন্তত গত বছরের জানুয়ারি থেকেই অনলাইনে বিদ্যমান রয়েছে।

অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘Trece’ নামক প্যারাগুয়ে ভিত্তিক একটি গণমাধ্যমের ফেসবুক পেজে ২০২৪ সালের ৩০ জানুয়ারিতে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে মিল পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

ভিডিওটি সম্পর্কে পোস্টটির ক্যাপশনে বলা হয়, “আশ্চর্যজনক | ইন্টারনেট ব্যবহারকারীরা এই অবিশ্বাস্য দৃশ্যের মুহূর্তটি ধারণ করেছেন, যা ঘটেছিল আর্জেন্টিনার চাকো প্রদেশের পুয়ের্তো বেরমেখো অঞ্চলে। | কেউ কেউ মনে করছেন এটি উল্কাপিণ্ড হতে পারে, আবার অন্যদের ধারণা এটি মহাকাশের আবর্জনা।” (অনূদিত)

এছাড়াও অনুসন্ধানে ইরান থেকে পরিচালিত ‘rad4n’ ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ১৭ জানুয়ারিতে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।

তবে, ভিডিওটির উৎস বা প্রেক্ষাপটের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, সম্প্রতি ধারণকৃত উল্কাবৃষ্টির দৃশ্য দাবিতে অন্তত ১ বছর পুরোনো একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img