গত ০১ সেপ্টেম্বর থেকে ‘ব্রেকিং নিউজ এই মুহূর্তে চলছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিল সংঘটিত হয়নি। প্রকৃতপক্ষে, গত জুলাই মাসে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে মোহাম্মদ ইমতিয়াজ হোসেন নামক ফেসবুক প্রোফাইলে গত ২০ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়৷

ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, এটি সেদিন চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের চিত্র।
একই বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডির ফেসবুক পেজে গত ২০ জুলাই প্রকাশিত পোস্টেও একই চিত্র ও তথ্য পাওয়া যায়৷
পরবর্তীতে, এই বিষয়ে গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে গত ২১ জুলাই ‘বাসে আগুন দিয়েই সটকে পড়েন যুবক, ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ভিন্ন দিক থেকে একই ঘটনার ছবি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় গত ২০ জুলাই সন্ধ্যায় আগুনে পুড়ে যায় একটি বাস। সেদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বাসটিতে আগুন লাগিয়ে দেয় এক যুবক এবং এরপর সে সটকে পড়ে।
সুতরাং, গেল জুলাইয়ে চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগের ঘটনার ভিডিওকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷
তথ্যসূত্র
- মোহাম্মদ ইমতিয়াজ হোসেন – Facebook Post
- risingbd.com – Facebook Post
- Prothom Alo – বাসে আগুন দিয়েই সটকে পড়েন যুবক, ভিডিও ভাইরাল