আ.লীগের নেতৃত্বে সাম্প্রতিক কোনো মশাল মিছিলের নয়, এটি ছাত্রদলের মিছিলের পুরোনো ভিডিও 

সম্প্রতি ‘গাজীপুর জেলা ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগের /মহানগর ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগের মশাল মিছিল।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি আওয়ামী লীগ আয়োজিত মশাল মিছিলের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জানুয়ারিতে বিএনপির ডাকা সর্বাত্মক হরতালের সমর্থনে বনানীতে হওয়া একটি মশাল মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে Nasir Uddin Babu নামক ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ০৬ জানুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য লক্ষ্য করা যায়৷ 

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, সেদিন রাজধানীর বনানীতে সেবছরের ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বন্ধের দাবিতে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে মশাল মিছিলের আয়োজন করা হয়। ভিডিওটি উক্ত মিছিলের চিত্র। এছাড়া, ভিডিওর ক্যাপশনে ও ভিডিওতে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল আইয়ের লোগো লক্ষ্য করা যায়। 

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৫ জানুয়ারি ‘বনানীতে ৭ জানুয়ারি ভোট বন্ধের দাবিতে ছাত্রদলের মশাল মিছিল’ শিরোনামে আলোচিত ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০১:৩০ সেকেন্ড পরবর্তীতে অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। তবে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় মূল ভিডিওটির অডিওর স্থলে ‘ছাত্রলীগ, জয় জয় ছাত্রলীগ’ শিরোনামের গানের চরণ প্রতিস্থাপন করা হয়েছে৷ 

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এটি ২০২৪ সালের ০৭ জানুয়ারি ভোট বন্ধের দাবিতে বনানীতে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে মশাল মিছিলের দৃশ্য।

পরবর্তীতে, মূলধারার গণমাধ্যম ইনকিলাবের ওয়েবসাইটে ২০২৪ সালের ০৬ জানুয়ারি ‘বনানীতে শ্রাবণের নেতৃত্বে মশাল মিছিল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই ধরণের চিত্র ও তথ্য পাওয়া যায়৷ 

আরও জানা যায়, তৎকালীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে এবং ২০২৪ সালের ০৭ জানুয়ারির ভোট বর্জনের দাবিতে দেশব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে ২০২৪ সালের ০৫ জানুয়ারি সন্ধ্যায় বনানীতে নৌ বাহিনী হেডকোয়ার্টারের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে মশাল মিছিল করা হয়। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

সুতরাং, সাম্প্রতিক সময়ে গাজীপুর আওয়ামী লীগ আয়োজিত মশাল মিছিলের ভিডিও দাবিতে ২০২৪ সালের জানুয়ারিতে বনানীতে ছাত্রদল আয়োজিত মশাল মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img