গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে এখন অবধি অন্তত ৫ জন নিহত হয়েছেন। হামলাকারীদের গ্রেফতারে জেলা জুড়ে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।
এরই প্রেক্ষিতে, “আলহামদুলিল্লাহ আবারো উত্তাল গোপালগঞ্জ” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি গোপালগঞ্জে বিক্ষোভ মিছিলের দৃশ্যের নয় বরং, এটি রংপুরের কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওর থাকা লোগোর সূত্র ধরে রংপুরের স্থানীয় গণমাধ্যম ‘DRB News’ এর ফেসবুক পেজে ২০২৫ সালের ১৬ জুলাই “গোপালগঞ্জে জুলাই যো দ্ধাদের উপর হা ম লার প্রতিবাদে কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের বি ক্ষো ভ | DRB NEWS” প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর শুরু থেকে ১৫ সেকেন্ড অংশের হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওটিতে শিক্ষার্থীদের “সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, এ্যাকশন এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন…” বলতে শোনা গেলেও আলোচিত ভিডিওতে থাকা “একাত্তরের স্মরণে ভয় করিনা মরনে, গোপালগঞ্জ আসিস না পিঠের চামড়া থাকবে না, আমার মাটি আমার ঘর পাকিস্তান হবে না…” শীর্ষক স্লোগান শুনতে পাওয়া যায় নি।
একই ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিন্ন ফ্রেমের ভিডিও (১, ২) পোস্ট হতে দেখা যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি গোপালগঞ্জের নয়।
সুতরাং, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে রংপুরের কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের করা বিক্ষোভ মিছিলের দৃশ্যকে গোপালগঞ্জে জনতার বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।