রণবীর কর্তৃক ভক্তের ফোন ছুঁড়ে ফেলা শীর্ষক বিজ্ঞাপনের দৃশ্যকে বাস্তব দাবিতে প্রচার

সম্প্রতি, রণবীর কাপুর ভক্তের ফোন ছুঁড়ে ফেলেছেন শীর্ষক দাবিতে দেশীয় কয়েকটি মূলধারার গণমাধ্যম সংবাদ প্রচার করেছে।

দেশীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন; ‘চ্যানেল ২৪’, ‘নিউজ ২৪’, ‘চ্যানেল আই’, ‘সমকাল’, ‘ঢাকা পোস্ট’, ‘ডেইলি বাংলাদেশ’, ‘বৈশাখী টিভি’, ‘ইনকিলাব’, ‘বিজয় টিভি’, ‘মানবজমিন‘ এবং স্টার সংবাদ

ভারতীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন জি ২৪ ঘন্টা, আজতাক বাংলা, ওয়েস্ট বেঙ্গল নিউজ, এই সময় এবং নিউজ১৮বাংলা

একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজসহ বিভিন্ন একাউন্ট ও পেজ হতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গণমাধ্যমের ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন; বিজয় টিভি(আর্কাইভ) এবং সমকাল(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, রণবীর কাপুরের ভক্তের ফোন ছুঁড়ে ফেলার ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয় বরং এটি OPPO RENO 8T 5G এর বিজ্ঞাপনের জন্য ধারণকৃত একটি ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে, গত ২৮ জানুয়ারি তারিখে OPPO India এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে “Why did Ranbir throw a fan’s phone?” শীর্ষক শিরোনামে সম্পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটিতে দেখা যায়, রণবীরের এক ভক্ত রণপবীরের সাথে সেলফি তুলতে এসে কয়েকবার ছবি তোলার চেষ্টা করে। তৃতীয়বার ছবি তোলার পর বা ছবি তোলার চেষ্টা করার পর রণবীর তার কাছ থেকে ফোনটা নিয়ে ছুড়ে ফেলে দেয়। তারপর OPPO ব্র্যান্ডের একটি নতুন ফোন তাকে উপহার দেয়। ভিডিওটির ডেস্ক্রিপশন বক্স থেকে জানা যায় ভক্তকে রণবীরের উপহার দেওয়া মোবাইল ফোনটি OPPO RENO 8T 5G মডেলের। ভিডিওটির ডেস্ক্রিপশোন থেকে জানা যায়, উক্ত ফোনটি লঞ্চ হতে যাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি।

পরবর্তীতে, ২৮ জানুয়ারি ২০২৩ তারিখে ‘OPPO India এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ‘Viral Bhayani‘ নামের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ট্যাগকৃত একটি পোস্টে আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from Viral Bhayani‘s Instagram Post

এছাড়া, গত ২৮ জানুয়ারি বাংলাদেশ সময় বিকেল ৩ টায় OPPO India এর টুইটার অ্যাকাউন্টে ভিডিওটির খন্ডিত অংশ খুঁজে পাওয়া যায়।

Screenshot from OPPO india twitter

পরবর্তীতে, গত ৩০ জানুয়ারি ভারতীয় গণমাধ্যম ‘India Today’ তে “Viral video showing Ranbir Kapoor throwing fan’s phone is an ad for this upcoming Oppo phone” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।  

Screenshot from India Today

প্রতিবেদনটিতে বলা হয়েছে, “This was just a promotional stunt by the actor for the upcoming Oppo Reno 8T smartphone, which is set to go official in just a few days from now. For the unaware, Kapoor is the brand ambassador of Oppo for a while now and has been seen promoting Oppo Reno smartphone earlier as well. Now, while the promotional activities are on, it is safe to assume that the Oppo Reno 8T will launch very soon.

যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “আসন্ন Oppo Reno 8T স্মার্টফোনের একটি প্রচারমূলক স্টান্ট ছিল এটি, যা কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিক হতে চলেছে৷ রণবীর কাপুর বেশকিছু সময় ধরেই OPPO এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এবং পূর্বেও তিনি এই ব্র্যান্ডের রেনো স্মার্টফোনকে প্রমোট করেছেন।”

মূলত, OPPO ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন রণবীর কাপুর। এই ব্র্যান্ডের রেনো স্মার্টফোনের প্রমোশন করছেন তিনি। সেই সিরিজেরই নতুন একটি মডেল OPPO Reno 8T 5G ফোনটির জন্য অভিনব মার্কেটিং এর একটি অংশ ছিলো রণবীর কাপুর কর্তৃক তার ভক্তের পুরোনো মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়ে OPPO Reno 8T 5G ফোনটি তাকে উপহার দেওয়া। সেই ভিডিওটির পরের অংশ ফেলে দিয়ে শুধু প্রথম অংশটি প্রচার করে রণবীর কাপুর অহংকারী বলে ভক্তের ফোন ছুঁড়ে ফেলে দিয়েছেন দাবিতে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব ও সংবাদ মাধ্যমগুলোতে।

উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যমগুলোতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একই দাবিতে তথ্য প্রচারিত হলে গত ২৭ জানুয়ারি বাংলাদেশ সময় ৫ টা ৪৫ মিনিটে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে India.com

screenshot from onindia.com

সুতরাং, মোবাইল ফোনের প্রচারণার ভিডিওকে কর্তন করে রণবীর কাপুর কর্তৃক ভক্তের ফোন ছুঁড়ে ফেলার দৃশ্যকে বাস্তব ঘটনা দাবিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img