সম্প্রতি ‘শাকিব খানের বরবাদ সিনেমাকে এনিমেল ছবির কপি বললেন রনবীর কাপুর’ শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়ক শাকিব খানের ‘বরবাদ’ সিনামাটিকে ভারতের চিত্রনায়ক রনবীর কাপুর তার সিনেমা ‘এনিমেল’ এর কপি বলে কোনো মন্তব্য করেননি বরং, ভিন্ন বিষয়ের কয়েকটি ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ক্লিপগুলোগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।
ভিডিও যাচাই- ১
এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে YouWe Media নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৭ নভেম্বর ‘ANIMAL Movie Team Q&A Session With Media at Press Meet’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর কিছু দৃশ্যের সাথে আলোচিত ভিডিওটির প্রথম ক্লিপের মিল রয়েছে।

উক্ত ভিডিওতে সেই সময়ে মুক্তির অপেক্ষায় থাকা ‘এনিমেল’ সিনেমাটির অভিনেতা রনবীর কাপুর অন্যান্য কলাকুশলীদের সাথে গণমাধ্যমের সামনে সিনেমাটির বিষয়ে কথা বলেন। ভিডিওটিতে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিও যাচাই- ২
এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে Deadline Hollywood নামক ইউটিউব চ্যানেলে গত বছরের ০৮ ডিসেম্বর ‘Ranbir Kapoor on ‘Brahmastra Part II, His Wife Alia Bhatt, and ‘Animal’ Sequel’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর কিছু দৃশ্যের সাথে আলোচিত ভিডিওটির দ্বিতীয় ক্লিপের মিল রয়েছে।

উক্ত ভিডিওতে অভিনেতা রনবীর কাপুর তার বলিউড ক্যারিয়ার, তার সম্ভাব্য কয়েকটি সিনেমার বিষয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন। ভিডিওটিতে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিও যাচাই- ৩
এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে Bollywood Hungama নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৮ মার্চ ‘Ranbir Kapoor’s HONEST Rapid Fire on Alia Bhatt, Raha, sneaker collection, fatherhood | TJMM’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর কিছু দৃশ্যের সাথে আলোচিত ভিডিওটির তৃতীয় ক্লিপের মিল রয়েছে।

উক্ত ভিডিওতে অভিনেতা রনবীর কাপুর সেই সময়ে মুক্তির অপেক্ষায় থাকা ‘Tu Jhoothi Main Makkaar’ সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে ব্যক্তিগত পছন্দ-অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। ভিডিওটিতে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, শাকিব খানের সিনেমা ‘বরবাদ’ এর শ্যুটিং শুরু হয়েছিল ২০২৪ সালের ২০ অক্টোবর এবং চলতি বছরের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পায়। অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ক্লিপগুলো এর আগে থেকে ইন্টারনেটে বিদ্যমান রয়েছে।
সুতরাং, শাকিব খানের ‘বরবাদ’ সিনামাটিকে তার সিনেমা ‘এনিমেল’ এর কপি বলে মন্তব্য করেছে রনবীর কাপুর দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- YouWe Media – ANIMAL Movie Team Q&A Session With Media at Press Meet
- Deadline Hollywood – Ranbir Kapoor on ‘Brahmastra Part II, His Wife Alia Bhatt, and ‘Animal’ Sequel
- Bollywood Hungama – Ranbir Kapoor’s HONEST Rapid Fire on Alia Bhatt, Raha, sneaker collection, fatherhood | TJMM