সম্প্রতি “এটি ভারতবর্ষের রামেশ্বর মন্দিরে। আজ থেকে প্রায় ১৭৪২ বছর আগে ভারতীয় কারিগররা বানিয়েছিলেন এই মন্দিরটি, যেখানে ১২১২টি পিলার মিলিত হয়েছে একটি বিন্দুতে” শীর্ষক তথ্য সম্বলিত একটি স্থাপনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্ট গুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে ছড়িয়ে পড়া রামেশ্বর মন্দিরের ছবিটি সত্য নয় বরং এটি হোশাং শাহ এর সমাধি স্তম্ভের একটি ফটোশপ করা ছবি।
কী-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, Arulmigu Ramanatha Swami Temple (Rameshwaram) এর অফিসিয়াল ওয়েবসাইট মন্দিরটির তৃতীয় করিডোরে ১২১২টি স্তম্ভের একটি ছবি খুঁজে পাওয়া যায়। কিন্তু মন্দিরের স্তম্ভগুলোর সাথে ফেসবুকে পোস্ট করা ছবির স্তম্ভগুলোর কোনো মিল পাওয়া যায় না৷

পাশাপাশি স্টক ফোটো শেয়ারিং ওয়েবসাইট Getty Images এ হোশাং শাহ এর সমাধি স্তম্ভের ছবি খুঁজে পাওয়া যায়। সেই ছবির সাথে ফেসবুকে ছড়িয়ে পড়া রামেশ্বর মন্দিরের ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।

দুটি ছবিকে তুলনা করলে দেখা যায় এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রামেশ্বরম মন্দিরের করিডরে ১২১২ টি স্তম্ভ রয়েছে এবং এটি অনেক বেশি রঙিন এবং কারুকাজ খচিত। এগুলো উঁচু বেধির উপর নির্মিত । অন্যদিকে, হোশাং শাহের সমাধির পশ্চিম দেয়াল বরাবর নির্মিত একটি দীর্ঘ হলঘর। এই হলটিতে ২৭ টি কলাম সহ মোট ৮১ টি স্তম্ভ রয়েছে। স্তম্ভ গুলো কোনো বেধির উপর নির্মিত নয় সরাসরি মেঝের উপর নির্মিত।
Social Media Hoax Slayer নামের একটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ২০১৭ একই বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে জানায়, “এই ছবিটি হোশাং শাহ সমাধি স্তম্ভের একটি মোডিফাইড সংস্করণ।”
মূলত, রামেশ্বরম মন্দিরের ১২১২ টি পিলারের তথ্য ঠিক রেখে এর বাস্তব ছবির পরিবর্তে হোশং শাহ এর সমাধির একটি এডিটেড ছবি ব্যবহার করে সেই ছবিটিকেই রামেশ্বরম মন্দির বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
তাছাড়া, হোশাং শাহ এর সমাধির করিডরের বাম দিকের সবগুলো পিলারের আকৃতি একই এবং সবগুলোতেই একই ফাটল দেখা যায় বলে এটা পরিষ্কার যে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি ফটোশপ করে দেখানো হচ্ছে।

উল্লেখ্য, রামেশ্বরম মন্দিরের করিডোরের স্থাপত্যশৈলী অসাধারণ। মন্দিরে তিনটি করিডোর রয়েছে। এর মধ্যে উত্তর এবং দক্ষিণের করিডোরগুলির দৈর্ঘ্য প্রায় ১৯৫ মিটার। দাবি করা হয় যে এটি বিশ্বের দীর্ঘতম মন্দির করিডোর। এর স্তম্ভের সংখ্যা ১২০০ এর বেশি। তদুপরি, এই স্তম্ভগুলির অনেকগুলি অলঙ্কৃত খোদাই দ্বারা সজ্জিত। হিন্দু শাস্ত্র মতে মন্দিরটি ১২ টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটি যেখানে শিব একটি জ্যোতির্লিঙ্গ বা “আলোর স্তম্ভ” আকারে পূজা করেছিলেন।
অন্যদিকে, হোশাং শাহের সমাধিকে বলা হয় ভারতের সর্ব প্রথম স্থাপত্য যা সম্পূর্ণ মার্বেল দিয়ে তৈরি। আফগান স্থাপত্যশৈলীর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এটি।
সুতরাং, রামেশ্বরম মন্দিরে হোসাং শাহ সমাধি স্তম্ভগুলির একটি ফটোশপ করা ছবি রামেশ্বরম মন্দিরের ১২১২ টি স্তম্ভ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
Arulmigu Ramanathaswamy Temple: http://www.rameswaramtemple.in/
Yatra: Interesting Facts About The Architecture Of Rameswaram Temple