সম্প্রতি, বিএনপির সামনে পড়ে তারেক রহমানের নামে স্লোগান দিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
অর্থাৎ দাবি করা হচ্ছে, পদযাত্রা চলাকালে বিএনপি নেতা-কর্মীদের সামনে পড়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এনপিপির নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্লোগান দিয়েছেন।
ভিডিওটিতে অডিও অংশে এনসিপি নেতা-কর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে স্লোগান অর্থাৎ, তারেক রহমানের পক্ষে স্লোগান দিতে শুনতে পাওয়া যায়।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন লেখা অবধি টিকটকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার বারেরও বেশি। এছাড়াও ভিডিওটিতে প্রায় ১২ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ২ হাজার ৫০০ শতবারেরও বেশি শেয়ার করা হয়েছে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটিতে এনসিপির পদযাত্রায় সারজিস-হাসনাতদের তারেক রহমানের পক্ষে স্লোগান দেওয়ার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত ৬ জুলাই রাজশাহীতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি করে। উক্ত কর্মসূচিতে সারজিস-হাসনাতদের দেওয়া স্লোগানের ভিডিওতে প্রযুক্তির সাহায্যে সম্পাদনার মাধ্যমে ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে যুগান্তরের ফেসবুক পেজে গত ৬ জুলাই ‘একসাথে হাসনাত-সারজিসের জ্বা’লাময়ী স্লোগান’ শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরুর অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

কিন্তু ভিডিওটিতে তারেক রহমানের নামে অর্থাৎ, তারেক রহমানের পক্ষে কোনো স্লোগান বা অডিও ছিল না। বরং, যুগান্তেরর ভিডিওটিতে এনসিপি নেতা-কর্মীদের সারজিস-হাসনাতদের“অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন; চাঁদাবাজির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন; রাজশাহীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন; সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন; রাজশাহীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন; দালালের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন; এনসিপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন; কালো হাতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন…” শীর্ষক স্লোগান দিতে শোনা যায়।
একই ভিডিওটি রাজশাহীর স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘Rajshahi Times News – রাজশাহী টাইমস নিউজ’ -এর ফেসবুক পেজে থেকেও গত ৬ জুলাই ‘রাজশাহীতে এনসিপির নেতারা ,স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজশাহী শহরের অনাচে কানাচে।’ ক্যাপশনে প্রচারিত হতে দেখা যায়।
অর্থাৎ, এই ভিডিওর একটি অংশ প্রযুক্তির সাহায্যে সম্পাদনার মাধ্যমে অডিও পরিবর্তন করে ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ঢাকা ট্রিবিউন -এর ওয়েবসাইটে গত ৬ জুলাই ‘রাজশাহীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত ০৬ জুলাই রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালিত হয়।
এছাড়াও, অনলাইন সংবাদমাধ্যম ‘জাগোনিউজ২৪.কম’ -এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, এনসিপির পদযাত্রায় দলটির নেতা-কর্মীদের বিএনপি নেতা তারেক রহমানের পক্ষে স্লোগান দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Daily Jugantor : একসাথে হাসনাত-সারজিসের জ্বা’লাময়ী স্লোগান
- Rajshahi Times News – রাজশাহী টাইমস নিউজ : রাজশাহীতে এনসিপির নেতারা ,স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজশাহী শহরের অনাচে কানাচে।
- Bangla Tribune : রাজশাহীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু
- jagonews24.com : রাজশাহীতে এনসিপির পদযাত্রা শুরু