জ্বালানী মন্ত্রীর বাড়িতে র‍্যাবের অভিযানের দাবিটি মিথ্যা 

সম্প্রতি “এইমাত্র! জ্বালানী মন্ত্রীর বাড়িতে এবার RAব / পাওয়া গেলো গোপন টাকার গুদাম / জ্বালানী তেল!” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিও দেখুন এখানে এবং, ভিডিওর আর্কাইভ ভার্সন দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, র‍্যাবের অভিযানে জ্বালানী মন্ত্রীর বাড়ি থেকে গোপন টাকার গুদাম এবং জ্বালানী তেলের সন্ধান মিলেছে শীর্ষক শিরোনামের সাথে সংযুক্ত ভিডিওটির কোনো সমঞ্জস্যতা নেই বরং ভিডিওটি ক্যাসিনোকাণ্ডে গ্রেফতাকৃত এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার বাড়ি থেকে র‍্যাবের অভিযানে নগদ সাড়ে ২৬ কোটি টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার এবং ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করার ভিডিও। 

কী-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, দেশের মূল ধারার গণমাধ্যম সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি এনু ও রূপনের বাড়িতে কী পেল র‍্যাব? | Casino in Bangladesh | Somoy TV  শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।   

ভিডিওটিতে উল্লেখ করা হয়, এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার বাড়ি থেকে র‍্যাবের অভিযানে নগদ সাড়ে ২৬ কোটি টাকা ছাড়াও তাদের বাড়ি থেকে ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআরের কাগজপত্র, মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা ও প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এই ভিডিওতে র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল রাকিবুল হাসানের বক্তব্যের সাথে আলোচিত ভিডিওর শুরুর বক্তব্যের হুবহু মিল রয়েছে। 

পরবর্তীতে, কী ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে দেশের মূল ধারার গণমাধ্যম এটিএন বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রচারিত সন্ধ্যা ৭ টার সংবাদের ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটিতে উল্লেখ করা হয়, ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৩ এর একটি দল সোমবার রাত সাড়ে ১২টায় পুরান ঢাকার ১১৯/১ লাল মোহন সাহা স্ট্রিটে মমতাজ ভিলায় অভিযান শুরু করে। মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা চলে শ্বাসরুদ্ধকর এ অভিযান। ভিডিওটির  ১ মিনিট ৫৮ সেকেন্ড থেকে শুরু হওয়া টাকার সিন্দুক খোলার ভিডিওর সাথে আলোচিত ভিডিওর ৫০ সেকেন্ড থেকে শুরু হওয়া ভিডিওর সাথে মিল খুঁজে পাওয়া যায়। এরপর ভিডিওটির ৩ মিনিট ২ সেকেন্ড থেকে শুরু হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারের ভিডিওর সাথে আলোচিত ভিডিওর ২ মিনিট থেকে শুরু হওয়া ভিডিওর সাথে হুবহু মিল খুঁজে পাওয়া

এছাড়াও, মূলধারার গণমাধ্যম আরটিভির ওয়েবসাইটে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি এনামুল-রুপনের বাসায় সাড়ে ২৬ কোটি টাকা, এক কেজি স্বর্ণ উদ্ধার (ভিডিও) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারী সোমবার  র‌্যাব-৩ এর একটি দল রাত সাড়ে ১২টায় পুরান ঢাকার ১১৯/১ লাল মোহন সাহা স্ট্রিটে মমতাজ ভিলায় অভিযান শুরু করে। মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চলমান ছিল। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হইয়েছিল। 

মূলত, র‍্যাবের অভিযানে জ্বালানী মন্ত্রীর বাড়ি থেকে গোপন টাকার গুদাম এবং জ্বালানী তেলের সন্ধান মিলেছে এমন দাবিতে আলোচিত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলেও উক্ত ভিডিওর কোথাও জ্বালানী মন্ত্রীর বাড়ি থেকে দাবিকৃত মালামাল এবং অর্থ উদ্ধারের কোনো দৃশ্য দেখা যায় নি। অর্থাৎ বানোয়াট শিরোনামে এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার বাড়িতে র‍্যাবের অভিযানে চালিয়ে নগদ সাড়ে ২৬ কোটি টাকা উদ্ধার করার ভিডিওকে উক্ত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

তাছাড়া বাংলাদেশের মূলধারার কোনো গণমাধ্যমে জ্বালানী মন্ত্রীর বাড়িতে র‍্যাবের অভিযান সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় নি। 

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয় করতে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসান কমানো ও পাচার ঠেকাতে জ্বালানিতেলের দাম বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের দাম রাতারাতি ৪২ দশমিক পাঁচ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা করা হয়েছে৷ পেট্রোলের দাম ৫১ দশমিক এক ছয় শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ১৩০ টাকা করা হয়েছে৷ অকটেনের দাম ৫১ দশমিক ছয়-আট শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি লিটারের দাম হয়েছে ১৩৫ টাকা৷ 

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জের শুভাঢ্যায় একটি ১০ তলা বাড়িতে অভিযান চালিয়ে এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। 

পাশাপাশি, বাংলাদেশে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য আলাদা কোনো মন্ত্রী নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং এই মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আর এই মন্ত্রনালয়ে অধীনে অর্থাৎ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী,বীর বিক্রম হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী)। জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন নসরুল হামিদ এম.পি। 

সুতরাং, “র‍্যাবের অভিযানে জ্বালানী মন্ত্রীর বাড়ি থেকে গোপন টাকার গুদাম এবং জ্বালানী তেলের সন্ধান মিলেছে” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি মিথ্যা।

তথ্যসূত্র

RTV-Youtube: এনু ও রূপনের বাড়িতে কী পেল র‍্যাব? | Casino in Bangladesh | Somoy TV 

ATN Bangla News-YouTube: এটিএন বাংলা সন্ধ্যার সংবাদ | ATN Bangla News at 7 PM | 25.02.2020

RTV: এনামুল-রুপনের বাসায় সাড়ে ২৬ কোটি টাকা, এক কেজি স্বর্ণ উদ্ধার (ভিডিও)

DW: তেলের দামের রেকর্ড বৃদ্ধিতে বিপাকে বাংলাদেশের মানুষ

যুগান্তর: এনু-রুপনের ‘টাকার গোডাউনে’ অভিযান: সিন্দুকে ২৭ কোটি টাকা

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আরও পড়ুন

spot_img