জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দিনভর হামলা, সংঘর্ষ এবং ভাংচুরের ঘটনায় গত বুধবার (১৬ জুলাই) রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে এখন অবধি অন্তত ৫ জন নিহত হয়েছেন। দিরভর সংঘর্ষের পর ঐদিন সন্ধ্যায় গোপালগঞ্জে কারফিউ জারি করে প্রশাসন। হামলাকারীদের গ্রেফতারে জেলা জুড়ে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।
এরই প্রেক্ষিতে, “দেখুন গোপালগঞ্জের চিত্র, হাসিনার আসল রুপ! এরপরও যারা খু*নি হাসিনার পক্ষে তারা দেশদ্রোহী” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দেখা যায়, র্যাব সদস্যরা একজনকে সাথে নিয়ে একটি সিন্দুকের ভেতর থেকে র্যাবের পোশাক, পিস্তল, র্যাবের আইডিকার্ড, হ্যান্ডকাফ এবং পাঁচটি বুলেট উদ্ধার করেছেন।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির সাথে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি গত জুন মাসে কক্সবাজারের উখিয়া থেকে একটি অপহরণকারী চক্রের সদস্যের বাসা থেকে র্যাবের পোশাক, পিস্তল, র্যাবের আইডিকার্ড, হ্যান্ডকাফ এবং পাঁচটি বুলেট উদ্ধারের দৃশ্যের।
অনুসন্ধানে ‘Saroar alam shahin’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে গত ০২ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ০৪ মিনিট ১১ সেকেন্ড দৈর্ঘ্য এই ভিডিওর প্রথম ১৮ সেকেন্ড পরের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর বিবরণী থেকে জানা যায়, উখিয়ায় র্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত চক্রের এক সদস্যকে র্যাবের পোশাক, ভুয়া আইডি কার্ড, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে অপহৃত হাফিজ উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে।
উক্ত সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আজকের পত্রিকার ওয়েবসাইটে গত ৩০ জুন “উখিয়ায় অপহরণকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার, অস্ত্র ও র্যাবের পোশাক উদ্ধার”- শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা অভিযুক্ত ব্যক্তির ছবির সাথে আলোচিত ভিডিওতে র্যাব সদস্যদের হাতে আটক হওয়া ব্যক্তির চেহারার মিল রয়েছে।

আজকের পত্রিকার প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১১ জুন রাতে র্যাব পরিচয় দিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. হাফিজ উল্লাহকে র্যাব পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে অপহৃতের পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। সেই অপহরণকারী চক্রের একজন গ্রেফতার হওয়া ব্যক্তি জায়েদ হোসেন ফারুক। তাকে গত ২৯ জুন রাতে উপজেলার পশ্চিম মরিচ্যা গ্রামে এই অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব-১৫। পরে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর কাছ থেকে র্যাবের চারটি পোশাক, একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ২১ রাউন্ড দেশি-বিদেশি পিস্তল, বন্দুকের গুলি, র্যাবের নকল আইডিসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করা হয়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি গোপালগঞ্জের নয়।
সুতরাং,সম্প্রতি গোপালগঞ্জে র্যাবের অভিযানে অস্ত্র উদ্ধারের দৃশ্য দাবিতে কক্সবাজারের উখিয়ার ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Saroar alam shahin- YouTube Video
- Ajker Patrika- উখিয়ায় অপহরণকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার, অস্ত্র ও র্যাবের পোশাক উদ্ধার