ব্রাজিলে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার 

সম্প্রতি, “সবাই ভিডিওটি শেয়ার করুন বাংলাদেশে এখন নিরাপত্তা বলতে কিছু নেই, মানুষ এখন কাউকে ভয় পায় না। স্বাধীন দেশে যার যা ইচ্ছে হচ্ছে তাই করছে।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনাটি বাংলাদেশের নয় বরং এটি ব্রাজিলের একটি ঘটনা।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ব্রাজিলের গণমাধ্যম ‘GazetaNewsAL’ এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ৮ মে ‘ক্যাম্পো আলেগ্রে-তে একজন ব্যক্তিকে ১৬টি দা/কাঁচির কোপ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে; সিসিটিভি ক্যামেরায় হত্যার মুহূর্তটি ধারণ করা হয়েছে।’ (অনূদিত) শীর্ষক  শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনে প্রদর্শিত হত্যাকাণ্ডের দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

উল্লিখিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে ব্রাজিলের নিউজ পোর্টাল ‘éassim’ এর ওয়েবসাইটে ২০২৫ সালের ৬ মে “পারিবারিক কলহের জেরে কাম্পো আলেগ্রে-তে কুড়ালের কোপে হত্যাকাণ্ড।” (অনূদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনে বলা হয়, আলাগোয়াসের অভ্যন্তরে অবস্থিত কাম্পো আলেগ্রের একটি জনবহুল রাস্তায় দিবালোকে ৫৯ বছর বয়সী এক ব্যক্তিকে কুড়ালের ১৫টিরও বেশি কোপে নির্মমভাবে হত্যা করা হয়। আলাগোয়াসের সিভিল পুলিশের বরাতে বলা হয়, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তিনজনকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তকে সামরিক পুলিশ আটক করে থানায় হস্তান্তর করেছে। বাকি দুই অভিযুক্ত হলেন ওই কিশোরের বাবা ও ভাই, যারা এখনও পলাতক।

সেসময় একই দাবিতে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে গণমাধ্যমে সংবাদ (, ) প্রচার হতে দেখা যায়।

সুতরাং, ব্রাজিলে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img