হিরো আলম এবং উপদেষ্টা মাহফুজকে জড়িয়ে প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, “হিরো আলম আর মাহফুজ আলমের তফাত কী?”- শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম আলো “হিরো আলম আর মাহফুজ আলমের তফাত কী?”- শীর্ষক শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, প্রথম আলোর ডিজাইন নকল করে উক্ত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে ফটোকার্ডটিতে প্রথম আলোর লোগো এবং পত্রিকাটির মতামত বিভাগে এটি প্রকাশের তারিখ হিসেবে ১১ ফেব্রুয়ারি ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে প্রথম আলোর ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে, আলোচিত ফটোকার্ডের বিষয়ে গত ১২ ফেব্রুয়ারি প্রথম আলোর ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Prothom Alo Facebook Page 

উক্ত পোস্টে আলোচিত ফটোকার্ডটি প্রথম আলো প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয়। 

সুতরাং, “হিরো আলম আর মাহফুজ আলমের তফাত কী”- শীর্ষক শিরোনামে প্রথম আলোর নামে ইন্টারনেটে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img