গত ৩১ জুলাই, ‘আজকের তাজা গরম খবর ৩১/০৭/২০২৫ জুলাই মাস মিছিল কোন বাধা নেই সেনাপ্রধান বড়গুনা ইতিহাস সৃষ্টি করলো আওয়ামীলীগ’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৮৬ হাজারেরও অধিকবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। গত ৩১ জুলাই বরগুনায় আওয়ামী লীগের কোনো সমাবেশ হয়নি। প্রকৃতপক্ষে, পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিওর খণ্ডিত অংশ জোড়া লাগিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে গত ৩১ জুলাই বরগুনায় আওয়ামী লীগের সমাবেশ হওয়ার দাবির সপক্ষে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফুটেজ যাচাই- ১
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটিতে থাকা লোগোর সূত্র ধরে ইলেকট্রনিক গণমাধ্যম “DBC NEWS” এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১০ আগস্ট ‘বরগুনা জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

এছাড়া, ইলেকট্রনিক গণমাধ্যম “SOMOY TV” এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১০ আগস্ট ‘এবার বরগুনায় মাঠে নামল আ’লীগ’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একই ঘটনার আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৪ সালের ১১ আগস্ট “বরগুনায় আওয়ামী লীগের সমাবেশ, অন্তর্বর্তী সরকারকে ‘অভিনন্দন’” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ১০ আগস্ট বরগুনায় মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দেশে সহিংসতার প্রতিবাদ ও শেখ হাসিনাকে দেশে ফেরাতে বরগুনা জেলা আওয়ামী লীগ সেসময় এই কর্মসূচি পালন করে। সেসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নবগঠিত অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানান। বক্তব্যে তিনি বলেন, ‘যে তত্ত্বাবধায়ক (অন্তর্বর্তী) সরকার দায়িত্ব নিয়েছে, তাদের আমরা অভিনন্দন জানাই। তারা ঠিকভাবে দেশকে পরিচালনা করবে, সে আশাবাদ এই দেশের মানুষ করে।’
এ বিষয়ে সেসময় বিভিন্ন গণমাধ্যম একই তথ্যসংবলিত সংবাদ (১,২,৩) প্রচার করে।
ফুটেজ যাচাই- ২
ভিডিওতে থাকা আরেকটি ফুটেজের কিছু কি ফ্রেম রিভার্স সার্চ করে ইলেকট্রনিক গণমাধ্যম ‘Desh TV News’ ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১২ জুলাই ‘রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হ*ত্যা*র প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি মিল রয়েছে।

পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক সমকালের ওয়েবসাইটে ২০২৫ সালের ১২ জুলাই “মিটফোর্ডের ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১১ জুলাই (শুক্রবার) রাত ১০টার দিকে মিটফোর্ডে লাল চাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাস চত্বর পার্শ্ব রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এছাড়াও ভিডিওতে ভিন্ন ভিন্ন ঘটনার আরও কয়েকটি অপ্রাসঙ্গিক ফুটেজ যুক্ত করা হয়েছে যার সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
সুতরাং, ২০২৪ সালের আগস্টে বরগুনায় আওয়ামী লীগের করা সমাবেশের দৃশ্যসহ ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার দৃশ্য যুক্ত করে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।