নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেত্রী রুমিন ফারহানার বক্তব্য বিকৃত করা প্রচার 

সম্প্রতি, বিএনপির সাথে বেইমানী করলো রুমিন ফারহানা– শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটিতে বিএনপি’র নেত্রী রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রফা করেছি আমাকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটা ছেড়ে দেবে। 

রুমিন ফারহানার

ফেসবুকে প্রচারিত এমন কিছু রিল ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওতে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি ছেড়ে দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন চাওয়া নিয়ে এই মন্তব্যটি করেননি বরং দেশটিভির “দেশ সাম্প্রতিক” একটি টকশোতে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানার করা দীর্ঘ মন্তব্যের একটি ছোট অংশ কেটে উক্ত ভিডিওটি তৈরী করা হয়েছে।

গুজবের সূত্রপাত 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ভিডিওটিতে “বাংলা পলিটিক্স” লিখা একটি লোগো রয়েছে। সেই লোগো’র সূত্র ধরে Bangla Politix নামক ফেসবুক পেজটিতে গত ২৮ নভেম্বর “বিএনপির সাথে বেইমানী করলো রুমিন ফারহানা” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি রিল ভিডিও খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়।

উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

এছাড়াও, পেজটির ক্যাটেগরি সেকশনে গিয়ে দেখা যায়, এটি একটি কমেডি পেজ। বিভিন্ন সময়ে এই পেজটি থেকে বিভিন্ন কমেডিধর্মী পোস্ট প্রচার করতে দেখা যায়।

Screenshot: Facebook 

অর্থাৎ, এই পেজটি থেকে আলোচিত ভিডিওটি ব্যাঙ্গাত্মক হিসেবে প্রথমে প্রচার হয় এবং পরবর্তীতে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে রুমিন ফারহানার মূল বক্তব্যটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধান করে বেসরকারি টেলিভিশন দেশটিভির ইউটিউব চ্যানেলে গত ২৫ নভেম্বর “বিএনপি চাইলে কি এখন নির্বাচনে আসতে পারবে?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি টকশো খুঁজে পাওয়া যায়। 

৩৮ মিনিট ৪৫ সেকেন্ডের টকশোটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ২০ মিনিটে সঞ্চালক ‘এমন অভিযোগ তো আপনাদের বিরুদ্ধেও রয়েছে যে ২০১৮ তে আপনারা ৮০ আসন ভাগাভাগির একটি নির্বাচনে গিয়েছিলেন’ শীর্ষক একটি প্রশ্ন করেন। এই প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ৮০ আসন ভাগাভাগির আপনি প্রমাণ দেন।…প্রত্যেকটা গণমাধ্যম দেখেন একদম কে কী বলছে কোট করে দিচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আমাকে তিনটা আসন দিতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রশা করেছি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটা ছেড়ে দেবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রশা করেছি আমাকে পাঁচটা দেওয়া হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আমাদের প্রধান বিরোধী দল করতে হবে। আর কী চান?এরকম একটা নিউজ আমাদের দেখাতে পারবেন বা একটা উক্তি আমাদের নেতাদের সেই সময়কার?

অর্থাৎ, রুমিন ফারহানার এই দীর্ঘ মন্তব্যের একটি অংশ কাট করে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।

মূলত, গত ২৫ নভেম্বর বেসরকারি টেলিভিশন দেশটিভির ইউটিউব চ্যানেলে “বিএনপি চাইলে কি এখন নির্বাচনে আসতে পারবে?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি টকশোতে রুমিন ফারহানা উপস্থিত ছিলেন। সেই টকশোতে সরকারের সাথে ভাগাভাগি করে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগ প্রসঙ্গে সঞ্চালকের করা প্রশ্নের জবাবে রুমিন ফারহানা সঞ্চালকের কাছে উক্ত দাবির প্রমাণ দিয়ে পাল্টা প্রশ্ন করেন। সম্প্রতি রুমিন ফারহানার এই পাল্টা প্রশ্ন করার একটি অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কাট করে    “রুমিন ফারহানা বিএনপি ছেড়ে দিয়ে শেখ হাসিনা’র কাছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের কথা বলেছেন।” শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের বক্তব্য বিকৃত করে ইন্টারনেটে প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, “বিএনপির সাথে বেইমানী করলো রুমিন ফারহান” শীর্ষক দাবিতে ইন্টারনেট প্রচারিত এই ভিডিওটি বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img