অভিনেতা প্রবীর মিত্রের চলচ্চিত্র ‘বৃদ্ধাশ্রম’ কে কেন্দ্র করে বিকৃত শিরোনামে সংবাদ প্রচার

সম্প্রতি, “বৃদ্ধাশ্রমে প্রবীর মিত্র” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে , এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অভিনেতা প্রবীর মিত্রের বৃদ্ধাশ্রমে থাকার তথ্যটি সঠিক নয় বরং প্রবীর মিত্রের অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘বৃদ্ধাশ্রম’ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামকে আংশিক বিকৃত করে একাধিক ভূঁইফোড় পোর্টালে প্রকাশ করা হয়েছে।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে, দেশীয় সংবাদমাধ্যম “সময় নিউজের” অনলাইন সংস্করণে ২০২২ সালের ২২ মার্চে “ঈদে আসছে ববি-রুবেলের ‘বৃদ্ধাশ্রম’ ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, দেশীয় অনলাইন সংবাদমাধ্যম “রাইজিংবিডি” এর ওয়েবসাইটে ২০২২ সালের ২২ মার্চে “ঈদে ববির ‘বৃদ্ধাশ্রম’ ” শীর্ষক শিরোনামে একই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

মূলত, ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী ববি ও সংগীত শিল্পী এস ডি রুবেল অভিনীত আসন্ন মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নাম হলো ‘বৃদ্ধাশ্রম’। উক্ত চলচ্চিত্রে প্রবীর মিত্রসহ আরও অনেকে অভিনয় করেছেন। বৃদ্ধাশ্রম চলচ্চিত্রে প্রবীর মিত্রের অভিনয়ের বিষয়টিকেই কিছু বেনামী ভুঁইফোড় অনলাইন পোর্টালে “ ‘বৃদ্ধাশ্রমে’ প্রবীর মিত্র” শীর্ষক বিকৃত শিরোনামে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে, ফলে বিষয়টি নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

বিভ্রান্তির নমুনা

অর্থাৎ,অভিনেতা প্রবীর মিত্র অভিনীত বৃদ্ধাশ্রম চলচ্চিত্রকে কেন্দ্র করে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামকে আংশিক বিকৃত করে “ ‘বৃদ্ধাশ্রমে’ প্রবীর মিত্র” শীর্ষক শিরোনামে একটি সংবাদ ভূঁইফোড় অনলাইন পোর্টালের বদৌলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img