পুলিশ চট্টগ্রামে মানুষের ওপর গুলির নির্দেশ দিচ্ছে দাবিতে ২০২৪ সালের নাটোরের ভিডিও প্রচার  

গত ৩০ আগস্ট রাতে দেরি করে বাসায় ফেরাকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে, যাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর প্রেক্ষিতে ৩১ আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটিতে একজন পুলিশ কর্মকর্তাকে চট্টগ্রামের সাধারণ মানুষের ওপর সরাসরি গুলি করার নির্দেশ দিতে দেখা যাচ্ছে। 

প্রচারিত ভিডিওতে আলোচিত ওই পুলিশ কর্মকর্তাকে, ‘আগেই বলে দিলাম। এখন যেভাবে পারেন মুক্ত হয়ে আসবেন। যা গুলি করা লাগে করবেন।’ শীর্ষক কথাগুলো বলতে শোনা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং চট্টগ্রামের কোনো ঘটনারও নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ভিডিওটি নাটোরে ২০২৪ সালের আগস্ট মাসে ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে হওয়া একদফা আন্দোলনের সময়কার। 

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নাটোরের স্থানীয় পত্রিকা ‘সংবাদ শৈলী’র ফেসবুক পেজে ২০২৪ সালের ৪ আগস্ট নাটোর মাদরাসা মোড়ে সতর্ক পাহারায় পু’লি’শ শিরোনামে সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এর ১ মিনিট ২৬ সেকেন্ডের ফুটেজের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। উক্ত ভিডিওতেও তাকে একই মন্তব্য করতে শোনা যায়। এছাড়াও ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি নাটোরের মাদ্রাসা মোড় এলাকা থেকে সরাসরি সম্প্রচারকৃত। 

পরবর্তীতে গুগল ম্যাপের সহায়তায় নাটোরের মাদ্রাসা মোড় এলাকার জিওলোকেশন বিশ্লেষণের মাধ্যমে ভিডিওটির সাথে উক্ত স্থানের মিল খুঁজে পাওয়া যায়। আলোচিত ভিডিওতে পুলিশ সদস্যদের ‘দেলোয়ার ডেন্টার কেয়ার’ ও কোচিং ও ‘কম্পিউটার ট্রেনিং’ ব্যানার সম্বলিত পাশাপাশি অবস্থিত ভবনের সামনের সড়কে দেখা যায়। গুগল ম্যাপের সহায়তায় প্রাপ্ত নাটোরের মাদ্রাসা মোড় এলাকার চিত্রেও এই দুই ভবন দেখতে পাওয়া যায়।

Comparison by Rumor Scanner 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি চট্টগ্রামের নয়, নাটোরের। এছাড়াও ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২৪ সালের আগস্ট মাসে দেশব্যাপী আন্দোলন চলাকালীন সময়ের।

সুতরাং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের জেরে এক পুলিশ কর্মকর্তা স্থানীয়দের ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন দাবিতে নাটোরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img