‘৫ই আগস্ট অভ্যুত্থান দিবস হতে পারে না’ বক্তব্য সম্বলিত পুলিশ সদস্যের এই সাক্ষাৎকারটি এআই দিয়ে তৈরি

গতকাল ৫ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায় একজন সাংবাদিককে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম সদৃশ পোশাক পরিহিত অবস্থায় একজন ব্যক্তি বলছেন, “আজ ৫ই আগস্ট অভ্যুত্থান দিবস হতে পারে না। আজ একদিনে ৩২০০ পুলিশ সদস্যকে সন্ত্রাসীরা হত্যা করেছে। তাই, আজ পুলিশ হত্যা দিবস।”

ভিডিওটি প্রচার করে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “আজ ৫ই অগাস্ট কোনো অভ্যুত্থান দিবস হতে পারেনা। আজকের এই দিনে ৩২০০ পুলিশ হ** করেছিল জ & ঙ্গিরা। সুতরাং আজকে পুলিশ  হ & ত্য| দিবস।”

উক্ত পোস্টটির মন্তব্য সেকশন পর্যবেক্ষণ করলে দেখা যায়, অনেকেই ভিডিওটি আসল ধরে মন্তব্য করছেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৫ই আগস্ট অভ্যুত্থান দিবস হতে পারে না শীর্ষক বক্তব্য সম্বলিত পুলিশ সদস্যের এই সাক্ষাৎকারের ভিডিওটি আসল নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে ‘Nizamul Islam Saif’ নামের উল্লেখ পাওয়া যায়। উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধান করলে ‘Nizamul Islam Saif’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৫ আগস্টে সম্ভাব্য মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে এআই লেবেলের সংযুক্তি দেখা যায় যা কোনো কনটেন্ট এআই দিয়ে তৈরি বুঝাতে পোস্টকারী সংযুক্ত করে থাকেন।

Comparison : Rumor Scanner

এছাড়া, ভিডিওটি পর্যবেক্ষণে ভিডিওটির নিচের ডান কোণে ‘Veo’ নামের একটি জলছাপ ও এআই দিয়ে তৈরি কনটেন্টের লেবেল দেখতে পাওয়া যায়।

Screenshot of Claimed Video

অনুসন্ধানে জানা গেছে, ‘Veo’ গুগলের একটি উন্নত এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির দৈর্ঘ্যও ৮ সেকেন্ড।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে ৫ই আগস্ট অভ্যুত্থান দিবস হতে পারে না শীর্ষক বক্তব্য সম্বলিত পুলিশ সদস্যের সাক্ষাৎকারের আসল দৃশ্য দাবি করে অনলাইনে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img