গত ২৬ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সেদিন সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রীর পরিদর্শনকালের কয়েকটি ছবি সহ একটি পোস্ট প্রচার করা হয়।
পরবর্তীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্টের স্ক্রিনশট কোলাজ করে দাবি করা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেজে ২০২১ সালের ছবি প্রধানমন্ত্রীর সম্প্রতি ঢামেক পরিদর্শনের দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রীর ঢামেক পরিদর্শনের আলোচ্য ছবিগুলো ২০২১ সালের নয় বরং সাম্প্রতিক সময়ের।
প্রধানমন্ত্রীর পরিদর্শনের সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে গত ২৬ জুলাই মূলধারার গণমাধ্যম ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় দেশব্যাপী হামলার শিকার আহতদের দেখতে গত ২৬ জুলাই শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন।” এই প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রচারিত ছবিতে থাকা প্রধানমন্ত্রীর পোশাকের মিল লক্ষ্য করা যায়।
একই দিন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে “আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গেলেন প্রধানমন্ত্রী” শীর্ষক একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকা ব্যক্তিদের খোঁজখবর নিতে দেখা যায়। এই ভিডিওতে দেখানো দৃশ্যের সাথে আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রচারিত ছবির মিল পাওয়া যায়।
বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে একই বিষয়ে প্রচারিত ভিডিওতেও এমন দৃশ্য দেখা যায়।
একাধিক গণমাধ্যমে প্রকাশিত এসব ছবি ও ভিডিওর ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজখবর নিতে ঢামেকে গিয়েছিলেন।
তবে কেন এই বিভ্রান্তি?
দাবিকৃত কোলাজে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেসবুক পেজের স্ক্রিনশট পর্যবেক্ষণ করলে দেখা যায়, এতে পাঁচটি ছবির প্রিভিউ দেখা যাচ্ছে এবং পাঁচ নম্বর ছবির উপর +১২৯৭৭ লেখা রয়েছে। প্রিভিউতে থাকা পাঁচটি ছবির সাথে আওয়ামী লীগের পেজে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ঢামেক পরিদর্শনের ছবিগুলো মিলে যায়। তবে প্রতিমন্ত্রী পলকের ফেসবুক পেজে প্রচারিত একই ছবি যুক্ত পোস্টে ২০২১ সালের ২ জুলাইয়ের তারিখ দেখাচ্ছে।
রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে জানতে পারে, এই ছবিগুলো মূলত পলকের অফিশিয়াল ফেসবুক পেজের ‘Timeline Photos’ অ্যালবামের অংশ। এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত এই অ্যালবামে মোট ১২৯৮১টি ছবি রয়েছে বলে জানা যায়। অ্যালবামটি শেয়ার করার ফলে পুরোনো কোনো ছবির তারিখ পোস্টের তারিখ হিসেবে দেখায় ফেসবুক, যার ফলে এই বিভ্রান্তির সৃষ্টি হয়।
পরীক্ষামূলকভাবে রিউমর স্ক্যানারের অফিসিয়াল ফেসবুক পেজের ‘Timeline Photos’ অ্যালবাম শেয়ার করলে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বরের তারিখ দেখায়, যদিও অ্যালবামটিতে দেখানো প্রথম ছবিটি ২০২৩ সালের ১৯ ডিসেম্বর প্রচার করা হয়েছিল।
এছাড়া প্রতিমন্ত্রী পলকের ফেসবুক পেজের ‘Timeline Photos’ অ্যালবামে থাকা প্রধানমন্ত্রীর ঢামেক পরিদর্শনের ছবিগুলোতে ‘View post’ অপশনটি ক্লিক করলে ২৬ জুলাই প্রধানমন্ত্রীর ঢামেক পরিদর্শন নিয়ে পেজটিতে প্রচারিত পোস্টে নিয়ে যাওয়া হয়।
মূলত, গত ২৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে যান এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে তার পরিদর্শনের কিছু ছবি পোস্ট করা হয়। পরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেসবুক পেজের একটি পোস্টের স্ক্রিনশট নিয়ে নেটিজেনরা দাবি করে, ২০২১ সালের ছবি প্রধানমন্ত্রীর সম্প্রতি ঢামেক পরিদর্শনের দাবিতে প্রচার করেছে আওয়ামী লীগ। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রধানমন্ত্রীর পরিদর্শনের আলোচ্য ছবিগুলো সাম্প্রতিক সময়েরই। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং ভিডিওর ভিত্তিতে প্রধানমন্ত্রীর ঢামেক পরিদর্শনের বিষয়টি নিশ্চিত হওয়া যায় এবং তার পরিদর্শনের দৃশ্যগুলো আলোচ্য ছবির সাথেও মিলে যায়। মূলত প্রতিমন্ত্রী পলকের ফেসবুক পেজের ‘Timeline Photos’ অ্যালবাম শেয়ার করার ফলে অ্যালবামের পুরোনো কোনো ছবির তারিখ পোস্টের তারিখ হিসেবে দেখায় ফেসবুক, যা নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং গুজব ছড়ায়।
সুতরাং, প্রধানমন্ত্রীর সম্প্রতি ঢামেক পরিদর্শন দাবিতে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে পুরোনো ছবি প্রচার করা হয়েছে দাবিতে ফেসবুকে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis.
- Daily Star – আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী
- Ekattor TV – আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গেলেন প্রধানমন্ত্রী | Prime Minister | Ekattor TV
- DBC News – আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী | DBC NEWS
- ATN News – ঢাকা মেডিকেলে পরিদর্শন শেষে কান্নায় ভেঙ্গে পড়লেন প্রধানমন্ত্রী | Sheikh Hasina | DMC | ATN News