বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ে প্রধানমন্ত্রী মাহমুদউল্লাহকে গাড়ি বাড়ি পুরস্কার দেননি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শেষ ১২ বলে দরকার ছিল ১১ রান। হাতে ২ উইকেট। ১৯তম ওভারের প্রথম বলেই অনায়াসে ছক্কা মেরে ম্যাচ মুঠোয় নিয়ে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। সহজেই বাকি রানগুলো নিয়ে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ। এরই প্রেক্ষিতে বাংলাদেশের জয়ে খুশি হয়ে মাহমুদউল্লাহ রিয়াদকে গাড়ি বাড়িসহ কোটি টাকা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক দাবিতে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

মাহমুদউল্লাহকে গাড়ি

Khalid Editx (আর্কাইভ) নামে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৪০ হাজারের অধিক বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহমুদউল্লাহকে গাড়ি বাড়ি পুরস্কার দেননি বরং, ২০১৯ সালের এক মন্ত্রীসভার বৈঠকে সেসময় নয়া দিল্লিতে হওয়া বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে বাংলাদেশের জয়ে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করার ভিডিও ক্লিপ নিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে ভিডিওটির শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও ক্লিপ দেখতে পাওয়া যায়। যেখানে তাকে ‘আমাদের ছেলেরা…মানে ফিল্ডিং, বোলিং, ব্যাটিং সবকিছুতেই এবার তাদের ভালো একটা পারফরম্যান্স ছিল’ শীর্ষক মন্তব্য করতে শোনা যায়। পরবর্তীতে ভিডিওটির উপস্থাপক চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের পারফরমেন্সের কথা উল্লেখ করে দাবি করেন, মাহমুদুল্লাহ রিয়াদের এমন অবিশ্বাস্য পারফরম্যান্স ও বাংলাদেশের জয় নিয়ে প্রধানমন্ত্রী বলেন ‘আজকে ছেলেরা ব্যাটিং বলিং ফিল্ডিং সব জায়গায় ভালো করেছে। বিশ্বকাপে ছেলেরা আরও ভালো খেলবে এই আশা করি। আজকের ম্যাচে ধারুন খেলেছে মাহমুদুল্লাহ। তার জন্য আমার পক্ষ থেকে বিশেষ উপহার থাকবে’

আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে ভিডিওটির শুরুতে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও ক্লিপটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৪ নভেম্বর ‘আমাদের ছেলেরা বলিং, ফিল্ডিং, ব্যাটিং সব কিছুতেই ভালো করেছে | Sheikh Hasina’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner 

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর ৪১ সেকেন্ড থেকে ৪৯ সেকেন্ড পর্যন্ত অংশের সাথে আলোচিত ভিডিওতে দেখানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও ক্লিপের মিল রয়েছে। 

২০১৯ সালের এই প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় মন্ত্রীসভার এক বৈঠকে নয়া দিল্লিতে হওয়া বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেন প্রধানমন্ত্রী।  

পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তার ম্যাচ জেতানো পারফরম্যান্সের জন্য বাড়ি, গাড়ি উপহার দিয়েছেন কিনা জানতে এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও মূল ধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

মূলত, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে গত ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ আসর শুরু করেছে বাংলাদেশ। উক্ত ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই উইকেটের কষ্টার্জিত জয়ে ভূমিকা রাখেনমাহমুদউল্লাহ রিয়াদ। এরই প্রেক্ষিতে বাংলাদেশের জয়ে খুশি হয়ে মাহমুদউল্লাহ রিয়াদকে গাড়ি বাড়িসহ কোটি টাকা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবিতে  টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোাচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার এক বৈঠকের পুরোনো একটি ভিডিওর কিছু অংশের সাথে মাহমুদউল্লাহ রিয়াদের চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের ছবি যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

সুতরাং, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে খুশি হয়ে মাহমুদউল্লাহকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img