সম্প্রতি, কুমিরের উপর বসে একটি তরুণীর চা খাওয়ার ছবি বাংলাদেশের খুলনা অঞ্চলের দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিরের উপরে বসে তরুণীর চা খাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ‘DIGIART’ নামের একটি ফেসবুক গ্রুপে গত ২৮ জানুয়ারি “Xii Miya” নামের একটি একাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে একই ছবি পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন অনুবাদ করে পাওয়া যায় – ‘আমার পাশের গ্রুপ থেকে একটা আইডিয়া পেলাম। শুভ সকাল প্রিয় বন্ধুগণ’৷ ক্যাপশনে থেকে নিশ্চিত হওয়া যায় এই ছবিটি তারই তৈরী।

তাছাড়া আলোচিত ছবিটি ভালোভাবে পর্যবেক্ষন করলে ছবির নিচের অংশে ‘Generated by Miya Qistina’ লেখা দেখতে পাওয়া যায়। এর থেকে নিশ্চিত হওয়া যায় ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরী।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ছবি একটি তরুণীর কুমিরের উপর বসে চা খাওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Xii Miya – Facebook Post