সম্প্রতি, সৌদি আরব ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে দেশটির স্টেডিয়ামগুলোর ডিজাইন প্রকাশ করেছে শীর্ষক দাবিতে একাধিক ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৌদি আরব ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য কোনো ধরণের স্টেডিয়ামের ডিজাইন প্রকাশ করেনি বরং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি কিছু স্টেডিয়ামের নকশার ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জানা যাচ্ছে, বিশ্বকাপের আয়োজক হতে প্রস্তাব দেওয়ার জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ফিফা। এই সময়সীমার শেষদিনে এসে ফুটবল অস্ট্রেলিয়া তাদের বিড প্রত্যাহার করে নিয়েছে। এতে করে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য একমাত্র প্রার্থী এখন সৌদি আরব।
এ সংক্রান্ত খবরটি গণমাধ্যমে এলেও
সৌদি আরব ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামের নকশা প্রকাশ করেছে শীর্ষক কোনো তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পায়নি রিউমর স্ক্যানার টিম।
পরবর্তীতে ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে omdertimes নামক একটি আরবি ভাষার ওয়েব পোর্টালে গত ৭ নভেম্বরে প্রকাশিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল খুঁজে পাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায়, ছবি গুলোতে ‘@ibrahima5118’ নামক টিকটক অ্যাকাউন্টের ওয়াটার মার্ক দেওয়া আছে।
পরবর্তীতে উক্ত ওয়াটারমার্ক এর সূত্র ধরে এবং প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ অনুসন্ধান করে ‘ibrahima5118’ নামক টিকটক অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায় এবং চলতি বছরের নভেম্বর মাসের শুরুতে প্রকাশিত স্লাইড ভিডিওতে থাকা ছবিগুলোর সাথে উক্ত দাবিতে প্রচারিত ছবি গুলোর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওতে থাকা ক্যাপশন থেকে জানা যাচ্ছে, এই ছবি গুলো কৃত্রিম বুদ্ধিমতার সাহায্যে তৈরি করা।
এছাড়া বিষয়টি অধিকতর যাচাইয়ের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি শনাক্তকরণ ওয়েবসাইট Is It Ai এ ছবিটির ব্যাপারে জানতে চাইলে ওয়েবসাইটটি ছবিটি প্রায় ৭০% কৃত্রিম হিসেবে চিহ্নিত করে।
এছাড়া, ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের মাঠের নকশা প্রকাশ হওয়ার তথ্য বা চিত্র দেশিয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
মূলত, অস্ট্রেলিয়া আগ্রহ প্রকাশ না করায় সৌদি আরব বর্তমানে ২০৩৪ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে একক প্রার্থী। দেশটির বিশ্বকাপ আয়োজনের খবরের মধ্যেই একটি টিকটক অ্যাকাউন্ট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বিশ্বকাপের একাধিক মাঠের নকশার ছবি পোস্ট করা হয়। উক্ত ছবিগুলো ব্যবহার করে ইন্টারনেটে সৌদি আরবে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ স্টেডিয়ামগুলোর ডিজাইন প্রকাশ করেছে দাবিতে প্রচার করা হচ্ছে যা সঠিক নয়।
উল্লেখ্য, ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ এশিয়া অথবা ওশেনিয়া মহাদেশের যেকোনো দেশের জন্য চূড়ান্ত করেছিলো। তবে অস্ট্রেলিয়া আগ্রহ প্রকাশ না করায় সৌদি আরব ২০৩৪ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে প্রার্থী হয়।
প্রসঙ্গত, পূর্বেও একাধিক ঘটনায় কৃত্রিম বুদ্ধিমতার সাহায্যে তৈরি ছবি বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রকাশ করে রিউমর স্ক্যানার। এমন কিছু ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে:
- নেইমারের বাড়ির নকশা দাবিতে প্রচারিত ছবিগুলো এআই দিয়ে তৈরি
- ঘরবাড়িসহ মানুষের মুখ সদৃশ ছবিটি এআই দিয়ে তৈরি
- চন্দ্রযান- ৩ দিয়ে তোলা পৃথিবীর ছবিগুলো এআই দিয়ে তৈরি
সুতরাং, সৌদি আরব ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে দেশটির স্টেডিয়ামগুলোর ডিজাইন প্রকাশ করেছে শীর্ষক দাবিতে এআই দিয়ে তৈরি কিছু ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- ibrahima5118 – Tiktok Post
- isitai.com – Website
- omdertimes.com – تصاميم ملاعب كأس العالم السعودية 2034 تبهر العالم