গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলায় গর্ভবতী নারী পুলিশসহ ৪ জন নিহত হননি, কালের কণ্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার

আজ (১৬ জুলাই) অন্তত দুপুর থেকে “গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-বামজোটের জঙ্গি হামলায় গর্ভবতি মহিলা পুলিশ সহ নিহত ৪” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-বামজোটের জঙ্গি হামলায় গর্ভবতি মহিলা পুলিশ সহ নিহত ৪” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে কালের কণ্ঠের ফটোকার্ডের আদলে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে মূলধারার সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’ এর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘১৬ জুলাই ২০২৫’ দেখা যায়। এরই সূত্র ধরে ‘কালের কণ্ঠ’ এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে অন্য কোনো গণমাধ্যম সূত্রেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় পুলিশের গাড়িতে হামলার বিষয়ে কালের কণ্ঠের প্রচারিত সংবাদ পর্যবেক্ষণ করলে তাদের ফেসবুক পেজে “গোপালগঞ্জে পুলিশের ওপর হা/ম/লা ও গাড়িতে আ/গু/ন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও এবং “গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন” শীর্ষক শিরোনামে কালের কণ্ঠের ওয়েবসাইটে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। উক্ত সংবাদ প্রতিবেদনে সংযুক্ত গাড়ির ছবির সাথে আলোচিত ফটোকার্ডে সংযুক্ত গাড়ির ছবি মিল রয়েছে। তবে, এগুলো ব্যতীত কালের কণ্ঠকে আলোচিত বিষয়ে এখন পর্যন্ত অন্য কোনো সংবাদ প্রকাশ করতে দেখা যায়নি। তাছাড়া, উক্ত ভিডিও এবং প্রতিবেদনেও আলোচিত দাবিটির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে কালের কণ্ঠের ফটোকার্ডের আদলে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

কালেরকণ্ঠ ব্যতীত অন্য কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, “গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-বামজোটের জঙ্গি হামলায় গর্ভবতি মহিলা পুলিশ সহ নিহত ৪” শীর্ষক দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img