সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে ডোনাল্ড ট্রাম্পের এই ছবিটি আসল নয় বরং, প্রযুক্তির সহায়তায় ভিন্ন একটি ছবিতে ট্রাম্পের সাথে থাকা ভিন্ন একজন নারীর মুখমণ্ডলের স্থলে সৈয়দা রিজওয়ানা হাসানের মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ছবি ও ভিডিও বিষয়ক হোস্টিং ওয়েবসাইট ফ্লিকার এ ২০২০ সালের ২৬ আগস্ট তারিখে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিতে সৈয়দা রিজওয়ানা হাসানের মুখমণ্ডলের অংশ
ব্যতীত ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তুর সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের ২৫ আগস্ট হোয়াইট হাউসের ক্রস হলে একটি প্রাকৃতিকীকরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে এই ছবিতে ভিন্ন নারীর মুখমণ্ডলের জায়গায় সৈয়দা রিজওয়ানা হাসানের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে ডোনাল্ড ট্রাম্পের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Flickr – Website
- Rumor Scanner’s Own Analysis