গত ৮ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। উক্ত অনুষ্ঠানে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এর সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য শিরীন আখতারের ছেলে অমিত মনোশিজ উপস্থিত ছিলেন দাবিতে বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের সম্প্রচারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। যেখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের বাম পাশে বসা ব্যক্তিকে অমিত মনোশিজ বলে দাবি করা হয়েছে।
উক্ত দাবিতে কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবির ব্যক্তি ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য শিরীন আখতারের ছেলে অমিত মনোশিজ নয় বরং, এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডিপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরের ছবি।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। ছবিটিতে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের লোগো লক্ষ্য করা যায়।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ৮ সেপ্টেম্বর “তরুণদের বিপ্লবের মাধ্যমে শুধু নতুন দেশ নয়, নতুন পৃথিবী তৈরী হবে” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত স্ক্রিনশটের দৃশ্যটি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। সেখানে তিনি, তরুণদের প্রাণের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে সেই সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
আলোচিত ছবিতে ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য শিরীন আখতারের ছেলে অমিত মনোশিজ দাবি করা ব্যক্তির সাথে প্রধান উপদেষ্টার ডিপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরের চেহারার হবহু মিল পাওয়া যায়।
এছাড়া, শিরীন আখতারের ছেলের নাম অমিত মনোশিজের চেহারার সাথেও অপূর্ব জাহাঙ্গীরের চেহারার অমিল পাওয়া যায়।
আলোচিত ছবিতে থাকা ব্যক্তির বিষয়ে অধিকতর নিশ্চিতের জন্য প্রধান উপদেষ্টার ডিপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করা হলে, উক্ত ছবির ব্যক্তি তিনিই বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন।
গত ৮ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের অনুষ্ঠানে অমিত মনোশিজ এর উপস্থিত থাকার দাবির বিষয়ে গণমাধ্যম সূত্রে কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, প্রধান উপদেষ্টার ডিপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরের ছবিকে ফেনী-১ এর সাবেক সংসদ সদস্য শিরীন আখতারের ছেলে অমিত মনোশিজের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna TV – তরুণদের বিপ্লবের মাধ্যমে শুধু নতুন দেশ নয়, নতুন পৃথিবী তৈরী হবে
- Apurba Jahangir – Facebook
- Daily Bayanno – ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আর্থিক অনুদান দিলেন স্থানীয় সংসদ সদস্য
- Statement from Apurba Jahangir