বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

ঢাবিতে গেল রাতে শিক্ষার্থীদের গণজমায়েতের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার 

সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গতকাল রোববার তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী  চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। মুক্তিযোদ্ধা কোটা বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, ”মুক্তিযোদ্ধাদের ওপর এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?”। তার এই মন্তব্যকে অপমানসূচক দাবি করে গেল রাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য হয় বিশাল গণজমায়েত। এরই প্রেক্ষিতে, গেল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্যাটেলাইটের মাধ্যমে ধারণকৃত কোটা সংস্কার আন্দোলনকারীদের গণজমায়েতের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে।

ঢাবিতে গেল রাতে

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি গেল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের গণজমায়েতের দৃশ্যের নয়। বরং এটি ২০১৩ সালে শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সৃষ্ট গণজাগরণ মঞ্চের আন্দোলনের ছবি। 

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দ্যা সোস্যালিস্ট অল্টারনেটিভ নামে একটি ভারতীয় সমাজতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের ওয়েবসাইটে ২০১৩ সালের ৭ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি মূলত ২০১৩ সালে সংগঠিত গণজাগরণ মঞ্চের আন্দোলনের বিষয়ে প্রকাশ করা হয়।

উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে থাকা নাম ও সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে My Third Eye নামের ফেসবুক পেজে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি প্রচারিত একটি ছবি পাওয়া যায়। পোস্টের বিস্তারিত অংশে ছবিটির ফটোগ্রাফার হিসেবে ফটো সাংবাদিক সুদীপ্ত সালামের নাম রয়েছে।

পরবর্তীতে কি-ওয়ার্ড অনুসন্ধান করে ফটো সাংবাদিক সুদীপ্ত সালামের ফেসবুক আইডিতে একইদিনে প্রচারিত দুইটি ছবি (, ) খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। এর মধ্যে একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

আলোচিত ছবির বিষয়ে বিস্তারিত জানতে ফটোগ্রাফার সুদীপ্ত সালামের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি জানান, এই ছবিটি তিনি ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে নিকন D90 মডেলের ক্যামেরা ব্যবহার করে তুলেছিলেন। 

এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে দেশের প্রথম সারির গণমাধ্যমে ঐ সময়কার সংবাদ (, ) খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, ছবিটি ২০১৩ সালে সংগঠিত গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময়কার ছবি।

মূলত, স্যাটেলাইট দিয়ে চলমান কোটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীদের ছবি তোলা হয়েছে দাবিতে একটি ছবি প্রচার করা হয়। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ছবিটি ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের ছবি। ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি শাহবাগে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের ব্যানারে আন্দোলন চলাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে মানুষের গণজমায়াতে একটি ছবি তুলেন ফটো সাংবাদিক  সুদীপ্ত সালাম। তার এই ছবিকেই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে গেল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের গণজমায়েতের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।

সুতরাং, গেল রাতে ঢাবি শিক্ষার্থীদের গণজমায়েতের ছবি দাবিতে ২০১৩ সালের শাহবাগে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের আন্দোলনের ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img