জেসুসকে নিয়ে পেপ গার্দিওলার নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সম্প্রতি “আমি জেসুস কে বিশ্বসেরা বানাতে চেয়েছিলাম কিন্তু জেসুস ই আমাকে বিশ্বসেরা বানিয়ে দিল” শিরোনামে জনপ্রিয় ফুটবল কোচ পেপ গার্দিওলার বক্তব্য দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ব্রাজিলিয়ান ফুটবলার গাব্রিয়েল জেসুসকে নিয়ে ফুটবল কোচ পেপ গার্দিওলা এমন কোনো মন্তব্য করেননি বরং কোনো ধরণের তথ্যসূত্র ছাড়াই মন্তব্যটি প্রচার করা হচ্ছে।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, গত ২৩ এপ্রিল ‘City Xtra’ নামের একটি টুইটার অ্যাকাউন্টে ফুটবল কোচ পেপ গার্দিওলার একটি বক্তব্যর ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির এক অংশে গাব্রিয়েল জেসুসের প্রশংসা করে পেপ গার্দিওলা বলেন, “যদি এমন একজন ব্যক্তি থাকে যে তার জন্য, তার পরিবার এবং বন্ধুদের জন্য জীবনের সেরাটা পাওয়ার যোগ্য, সে হল গাব্রিয়েল।” তবে গাব্রিয়েল জেসুস পেপ গার্দিওলাকে বিশ্বসেরা বানিয়েছে এমন কোনো বক্তব্য ভিডিওটিতে খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির ওয়েবসাইট গত ০৩ এপ্রিল “Pep Guardiola insists every member of the City squad is capable of making a decisive contribution in our quest for silverware this season.” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে গাব্রিয়েল জেসুসের প্রশংসায় ফুটবল ক্লাবটির কোচ পেপ গার্দিওলার বক্তব্য খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনেও গাব্রিয়েল জেসুস পেপ গার্দিওলাকে বিশ্বসেরা বানিয়েছে এমন বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

Source: Mancity Official Website

একই ওয়েবসাইটে গত ০৮ ফেব্রুয়ারি “HE IS THE BEST IN THE WORLD: GUARDIOLA OUTLINES KEY JESUS ATTRIBUTE” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও গাব্রিয়েল জেসুসের প্রশংসা করে পেপ গার্দিওলার দেওয়া বক্তব্য লক্ষ্য করা যায়। তবে পূর্বের ন্যয় এবারও গাব্রিয়েল জেসুস পেপ গার্দিওলাকে বিশ্বসেরা বানিয়েছে এমন বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

Source: Mancity Official Website

অর্থাৎ, বিভিন্ন সময় গাব্রিয়েল জেসুসের প্রশংসায় দেওয়া পেপ গার্দিওলার বিভিন্ন বক্তব্য খুঁজে পাওয়া গেলেও গাব্রিয়েল জেসুস পেপ গার্দিওলাকে বিশ্বসেরা বানিয়েছে এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

অন্যদিকে, “আমি মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় বানানোর চেষ্টা করেছি কিন্তু সে আমাকে বিশ্বের অন্যতম সেরা ম্যানেজার বানিয়ে দিয়েছে” শীর্ষক আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে পেপ গার্দিওলার একটি বক্তব্য ২০১৩ সাল থেকে ফেসবুক (আর্কাইভ) , টুইটার (আর্কাইভ) সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার হয়ে আসছে।

একই বক্তব্য কিছুটা পরিবর্তন করে “আমি মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় বানানোর চেষ্টা করেছি কিন্তু সে আমাকে সেরা ম্যানেজার বানিয়ে দিয়েছে” তে রুপান্তরিত করে পরবর্তী সময় প্রচার হতে থাকে। পরবর্তীত এই বক্তব্যটি ২০১৫ সালে ‘Telegraph Sport’, একই সালে ‘Football Daily’ এবং ২০২০ সালে ‘SPORTbible’ এর মতো জনপ্রিয় ফুটবল সংক্রান্ত গণমাধ্যমে প্রচার করা হয়। 

তবে অনুসন্ধানের মাধ্যমে এই বক্তব্যটির কোনো ভিডিও খুঁজে পাওয়া যায়নি এবং পেপ গার্দিওলা মেসিকে নিয়ে এমন কোনো বক্তব্য দিয়েছেন কি-না তা পৃথকভাবে যাচাই করতে সক্ষম হয়নি রিউমর স্ক্যানার টিম।

মূলত, আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে কোচ পেপ গার্দিওলার বক্তব্য দাবিতে ২০১৩ সাল থেকে প্রচার হয়ে আসা একটি মন্তব্য সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান ফুটবলার গাব্রিয়েল জেসুসকে নিয়ে করা পেপ গার্দিওলার মন্তব্য দাবিতে কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, ব্রাজিলিয়ান ফুটবলার গাব্রিয়েল জেসুস ২০১৭ সালে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগদান করেন। গত জুলাই মাসে ম্যানচেস্টার সিটি ছেড়ে ইংল্যান্ডের অন্য একটি ক্লাব আর্সেনালে যোগদান করেন জেসুস। অন্যদিকে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবটিতে ২০১৬ সলে কোচ হিসেবে যোগদান করে পেপ গার্দিওলা এবং এখন পর্যন্ত ক্লাবটির হেড কোচ হিসেবে যুক্ত রয়েছেন তিনি।

সুতরাং, “আমি জেসুস কে বিশ্বসেরা বানাতে চেয়েছিলাম কিন্তু জেসুস ই আমাকে বিশ্বসেরা বানিয়ে দিল” শীর্ষক কোনো বক্তব্য ফুটবল কোচ পেপ গার্দিওলা দেয়নি।

তথ্যসূত্র

  1. City Xtra on Twitter: https://twitter.com/City_Xtra/status/1517906222984351745?s=20&t=NnAZAZ-yNey0vrU9Koj8mA 
  2. Mancity – GUARDIOLA: EVERYONE HAS A PART TO PLAY IN TITLE PURSUIT 
    ‘HE IS THE BEST IN THE WORLD’: GUARDIOLA OUTLINES KEY JESUS ATTRIBUTE
  3. Sports is Life on Facebook- https://www.facebook.com/Sil.SportsIsLife/posts/499665416762714 / Archive Version – https://perma.cc/FW4T-4UHM 
  4. Kofi Twum Barima on Twitter – https://twitter.com/_syfy_/status/352943658514907139 / Archive Version – https://archive.ph/qX35J 
  5. Telegraph Sport on Facebook – https://www.facebook.com/TelegraphSportPage/posts/809563615800527 
  6. Football Daily on Facebook – https://www.facebook.com/footballdaily/photos/a.222423537815061/928996213824453/ 
  7. SPORTbible on Facebook – https://www.facebook.com/SPORTbible/posts/3913755618769941

আরও পড়ুন

spot_img