সম্প্রতি, “রাশিয়ার আক্রমন, ইউক্রেনের সাধারন মানুষ সহ্য করতে না পেরে, দেশ ত্যাগ করছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।
টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে, এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ইউক্রেনের সাধারণ মানুষের দেশ ত্যাগকালীন নয় বরং এটি ২০১৭ সালে নেপালে লাজিম বুধার ভ্রমণের ভিডিও।
ভিডিওটির নিচে ডান পাশে কোণায় থাকা জলছাপের সূত্র ধরে, ‘lajimbudha’ নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২৬ নভেম্বরে “Run in the Himalaya || Nepal || lajimbudha” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর সাথে টিকটকের আলোচিত ভিডিওটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।
মূলত, লাজিম বুধা একজন নেপালি ফিল্মমেকার এবং ইউটিউবার। তিনি নেপালের বিভিন্ন স্থান ভ্রমণ করে তথ্যচিত্র ভিডিও তৈরি করেন। লাজিম বুধা ২০১৭ সালের ২৬ নভেম্বরে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন। উক্ত ভিডিওকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেনের মানুষের দেশ ত্যাগ করার দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করে হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, নেপালি ইউটিউবার কর্তৃক প্রকাশিত ভ্রমণের ভিডিওকে বর্তমানে রাশিয়ার আক্রমনে ইউক্রেনের সাধারণ মানুষের দেশ ত্যাগের দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যম টিকটক প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: রাশিয়ার আক্রমন, ইউক্রেনের সাধারন মানুষ সহ্য করতে না পেরে, দেশ ত্যাগ করছে
- Claimed By: TikTok users
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Lajim Budha Video: https://www.youtube.com/watch?v=U2pJ8jrm3eo